বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

দেশ স্পোর্টস ডেস্ক

০৩ অক্টোবর ২০২২, ১০:১৫ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

পাকিস্তানের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে বাংলাদেশ। প্রথম দুই ওভারের শেষ বলে শামীমা সুলতানা ও ফারজানা হক বিদায় নেন। ২ রানেই হারায় ২ উইকেট। পঞ্চম ওভারের প্রথম বলে রুমানা আহমেদও আউট হন। ৩ রানে ৩ উইকেট নেই স্বাগতিকদের। তিন ব্যাটসম্যানই ১ রানে বিদায় নিয়েছেন।

দারুণ জয়ে মেয়েদের এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ ও পাকিস্তান দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

৫০ রান না করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চাপে স্বাগতিকরা। ১৬তম ওভারে তুবা হাসানকে ক্যাচ দিয়ে ওমাইমা সোহেলের শিকার হলেন সোবহানা মোস্তারি। ৮ বল খেলে ২ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন তিনি। এরপর সপ্তম উইকেট হারায় বাংলাদেশ ৫৮ রানে, সালমা খাতুন দ্বিতীয় রান নিতে গেলে রিতু মনি রান আউট হন।

এর আগে ৩ রানে ৩ উইকেট হারানোর পর নিগার সুলতানা জ্যোতি ও লতা মন্ডলের জুটিতে আশা জেগেছিল। কিন্তু নিদা দার দুজনকেই আউট করলেন। লতা ১২ রানে ও জ্যোতি ১৭ রানে বিদায় নিলেন। ৪২ রানে নেই বাংলাদেশের ৫ উইকেট। 

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্য বেশ মলিন। ১৫ বারের দেখায় জিতেছে কেবল একটিতে। ২০১৮ সালের এশিয়া কাপেই কেবল পাকিস্তানকে হারিয়েছে, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ৩০ রানে অলআউট হওয়ার নজিরও আছে।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক, সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা (উইকেটকিপার), নাহিদা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সোবহান মোস্তারি, সোহেলী আখতার, সানজিদা আক্তার।

পাকিস্তান স্কোয়াড: মুনীবা আলী (উইকেটকিপার), সিদ্রা আমিন, বিসমাহ মারুফ (অধিনায়ক), ওমাইমা সোহেল, নিদা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ডায়ানা বেগ, তুবা হাসান, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন