রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

পেটের ব্যথায় কাবু রোনালদো ছিটকে গেলেন নাইজেরিয়া ম্যাচে

দেশ স্পোর্টস ডেস্ক

১৭ নভেম্বর ২০২২, ০১:০০ অপরাহ্ন

পেটের ব্যথায় কাবু রোনালদো ছিটকে গেলেন নাইজেরিয়া ম্যাচে

অনুশীলনের সময় পেটে ব্যথা অনুভব করায় লিসবনে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কাতার যাওয়ার আগে বৃহস্পতিবার এই ম্যাচ খেলার কথা ছিল তার। তারকা এই ফুটবলারের না খেলার কথা দলের কোচ ফার্নান্দো সান্তোস নিশ্চিত করেছেন। 

ফুটবল বিশ্বকাপ খেলতে পর্তুগাল দল কাতারে পৌঁছানোর আগে আজ বৃহস্পতিবার লিসবনে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচে মাঠে নামার আগে দলের কোচ ফার্নান্দো বলছেন, রোনালদো পর্তুগালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচ মিস করছেন। পেটের সমস্যার জন্য তাকে নাইজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।


এর আগে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রোনালদো। কেননা দিন কয়েক আগে রোনালদো একটি টিভি সাক্ষাতকারে বিষ্ফোরক এক উদ্ধৃতি প্রকাশ করেন। জানিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব 'বিশ্বাসঘাতকতা' করেছে তার সঙ্গে। সঙ্গে সাফ জানান, ম্যানেজার এরিক টেন হ্যাগকে সম্মান করেন না। 

কাতার বিশ্বকাপ ফুটবলে ২৪ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন