লংকান টি-১০ সুপার লিগে বৃষ্টির লঙ্কাকাণ্ডে পরিত্যক্ত হচ্ছে একের পর ম্যাচ। বৃষ্টির সেই মিছিলে বাংলা টাইগার্সও পড়ে; পরিত্যক্ত হয় তাদেরও দুটি ম্যাচ। অবশেষে বৃষ্টিকে জয় করে মাঠের লড়াইয়ে নুওয়ারা কিংসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলা টাইগার্স। যারা লংকান টি-১০ সুপার লিগে অংশ নিচ্ছে হাম্বানটোটা বাংলা টাইগার্স নামে।
প্রথমবারের মতো আয়োজিত লংকান টি-১০ সুপার লিগে অবশ্য বাংলা টাইগার্সের যাত্রা শুরু হয়েছিল হার দিয়ে। এরপর তাদের টানা দুটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।
শনিবার (১৪ ডিসেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ১২তম ম্যাচে টসে জিতে নুওয়ারা কিংসকে ব্যাটিংয়ে পাঠায় বাংলা টাইগার্স।
রিচার্ড গ্লিসনের এক ওভারে তিন শিকারে মাত্র ৬ রান তুলতেই নুওয়ারা কিংস হারিয়ে ফেলে ৪ উইকেট। এরপর বাংলা টাইগার্সের বোলারদের সামনে আর সুবিধা করতে পারেনি নুওয়ারা কিংসের ব্যাটাররা। তাই নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলতে পারে ৮৬ রান। তাদের হয়ে বিনি হাওয়েল ২৯ এবং অধিনায়ক তিওয়ারি ২৬ রান করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই শেহজাদকে হারিয়ে ফেলে বাংলা টাইগার্স। তবে সেটিকে বাংলা টাইগার্সের জন্য মাথা ব্যথার কারণ হতে দেননি দুই লঙ্কান ব্যাটার কুশল পেরেরা ও অধিনায়ক শানাকা। পেরেরার ১৫ বলে ৩৩, শানাকার ১০ বলে ২০ রান, ড্যানিয়েলের ১২ বলে ১৭ এবং বাংলাদেশি মারকুটে ব্যাটার সাব্বির রহমানের ৫ বলে ১১ রানের সুবাদে ১৭ বল বাকি থাকতেই অভিষেক জয় পেয়ে যায় বাংলা টাইগার্স।
এই জয়ের ফলে বাংলা টাইগার্স পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৫ টায় বাংলা টাইগার্স নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে টেবিলের পাঁচে থাকা ক্যান্ডি বোল্টসের বিপক্ষে।