বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

মিরাজের জায়গায় দলে ফিরলেন সৌম্য সরকার, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

১২ অক্টোবর ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন

মিরাজের জায়গায় দলে ফিরলেন সৌম্য সরকার, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

অবশেষে দলে দুজন স্বীকৃত ওপেনার, মেহেদী হাসান মিরাজের জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। আজ নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও, আছেন ইবাদত হোসেনও। তাঁদের জায়গা করে দিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।  

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন। 

 

 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন