বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মূল দলের আগে বাংলাদেশে আসছে ভারত ‘এ’ দল

তিন ওয়ানডে-দুই টেস্ট

দেশ স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর ২০২২, ০৫:৫৩ অপরাহ্ন

মূল দলের আগে বাংলাদেশে আসছে ভারত ‘এ’ দল

বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি নির্ধারণ ছিল আগেই। সেই মোতাবেক ডিসেম্বরের ৪ তারিখ থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা। এবারের হোম সিরিজে ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট সিরিজ খেলবে টিম টাইগার্স। 

তবে আজ বুধবার জানা গেল বিরাট কোহলি-রোহিত শর্মাদের আগে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ‘এ’ দল। দুইটি অনানুষ্ঠানিক চারদিনের ম্যাচ খেলতে চলতি মাসের ২৫ তারিখে বাংলাদেশ আসবে ভারতীয় ‘এ’ দল। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোন ভেন্যুতে খেলা মাঠে হবে, সেটা অবশ্য এখনও নিশ্চিত করেনি বোর্ড।

ভারতীয় ‘এ’ দলের বাংলাদেশ সফরের সূচি
বাংলাদেশে আসবে- ২৫ নভেম্বর, ২০২২
অনুশীলন- ২৬-২৮ নভেম্বর, ২০২২
১ম চার দিনের ম্যাচ- ২৯ নভেম্বর-২ ডিসেম্বর, ২০২২
২য় চার দিনের ম্যাচ- ৬-৯ ডিসেম্বর, ২০২২

এছাড়া ভারতের সাথে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবালের দল মাঠে নামবে ৪ ডিসেম্বর। পরবর্তী দুই ম্যাচ ৭ ও ১০ ডিসেম্বর মাঠে গড়াবে। সবকটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় হবে। এরপরে ১৪ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট, যা অনুষ্ঠেয় হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ তারিখ শুরু হবে ২য় টেস্ট, শেষ টেস্ট অনুষ্ঠেয় হবে মিরপুরে শেরে-ই বাংলায়।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন