বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

শাহাদাত হোসাইন বাবু পুলিশের ক্রিকেটে ইতিহাস গড়া অলরাউন্ডার

আইজিপি পুরস্কার

ক্রীড়া প্রতিবেদক

১৯ মে ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

শাহাদাত হোসাইন বাবু পুলিশের ক্রিকেটে ইতিহাস গড়া অলরাউন্ডার

বাংলাদেশ পুলিশ ক্রিকেটে গত কয়েক বছরে যে কজন ক্রিকেটার ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, তাঁদের শীর্ষে আছেন শাহাদাত হোসাইন বাবু। ব্যাট হাতে যেমন নির্ভরতার প্রতীক, বল হাতে তেমনি প্রতিপক্ষের আতঙ্ক—এই দুই দিকেই দ্যুতি ছড়ানো বাবু এখন পুলিশের ক্রিকেটের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।

২০২৫ সালের বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ছিল তাঁর জন্য আরেকটি মাইলফলক। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হয়ে খেলা এই অলরাউন্ডার ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে দলকে এনে দেন শিরোপা। পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে—সবচেয়ে বেশি রান করেছেন, নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট।

শুধু চ্যাম্পিয়নশিপ নয়, ২০২৪–২৫ মৌসুমে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে পুলিশের জার্সি গায়ে বাবু করেন ৫৩১ রান, সঙ্গে ৭টি উইকেট—যা তাঁকে পুলিশের ক্রিকেটারদের মধ্যে মৌসুমের সেরা পারফর্মার বানায়।

এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা ‘বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড’ তুলে দেন বাংলাদেশ পুলিশের প্রধান, আইজিপি। সম্মাননার সেই মুহূর্তটিকে জীবনের অন্যতম গর্বের অর্জন বলেই মনে করেন শাহাদাত হোসাইন বাবু।

তবে এটা কোনো হঠাৎ উত্থান নয়। গত চার–পাঁচ বছর ধরে বাবু নিয়মিত পারফর্ম করে আসছেন ঢাকা লিগ, পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ—সব প্রতিযোগিতায়। নিজের দক্ষতা ও ফিটনেস ধরে রেখে দিনের পর দিন দলের জন্য পারফর্ম করে যাওয়া বাবুকে এখন বলা হয় বাংলাদেশ পুলিশ ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার।

তাঁর চোখে এখন আরও বড় লক্ষ্য—দলের হয়ে আরও বেশি অবদান রাখা, তরুণদের অনুপ্রেরণা হয়ে ওঠা। ক্রিকেটকে তিনি শুধু খেলা মনে করেন না, বলেন, “এই জার্সিটা শুধু দায়িত্ব নয়, গর্বও।”

বাংলাদেশ পুলিশের ক্রীড়াঙ্গনের অনেকেই মনে করেন, শাহাদাত হোসাইন বাবুর এই সাফল্য শুধুই ব্যক্তিগত নয়, পুলিশের ক্রীড়া সংস্কৃতির জন্যও এক বড় অর্জন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন