বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

শেষ বলে নাটকীয় জয়ে ফাইনালের পথে চিটাগাং রয়েলস

ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক

২৪ মে ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

শেষ বলে নাটকীয় জয়ে ফাইনালের পথে চিটাগাং রয়েলস

ম্যাচ সেরা রয়েলের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন সিজেকেএস ক্রিকেট কমিটির সাবেক সম্পাদক আবদুল হান্নান আকবর

বৃষ্টির সাথে সংগ্রাম করে খেলা যখন মাঠে গড়ায় ততক্ষণে ম্যাচের আয়ু নেমে আসে ৫ ওভারে। কিন্তু ষাট বলের সেই ম্যাচটিই হয়ে উঠে উত্তেজনায় ঠাসা। ম্যাচের রেজাল্ট নির্ধারণ হয় একেবারে শেষ বলে, চিটাগাং রয়েলসের এই নাটকীয় জয়ের দিনে আবারও তীরে এসে তরী ডুবলো ত্রিপল এস মাস্টার্সের।

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ারস অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেটে শনিবারের প্রথম ম্যাচটি ছিল একেবারেই রোমাঞ্চকর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি মাত্র ১ রানে জিতে যায় চিটাগাং রয়েলস। 

শনিবার (২৪ মে) চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে চিটাগাং রয়েলস। নির্ধারিত ৫ ওভারে তারা সংগ্রহ করে ৫ উইকেটে ৩৯ রান। ওপেনার ইস্তিয়াক আহমেদ দ্রুত বিদায় নিলেও আরেক প্রান্তে রয়েল দাশ গুপ্ত দারুণ দৃঢ়তায় ২৪ রান করেন মাত্র ১২ বলে। এছাড়া, দলের আর কেউ রান করতে পারেননি। ত্রিপল এস'র সুজন দাস নেন ২ উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে এসএসএস মাস্টার্সের শুরুটা ছিল ধীরগতির। প্রণব কুমার দাসের টাইট লাইন ও লেংথে চাপে পড়ে যায় ব্যাটাররা। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ২ রান, কিন্তু ত্রিপল এসের অধিনায়ক আবদুল আহাদ রিপন ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন। তাতে করে বিফলে যায় তার ১৭ রান। ওই সময় নুরুদ্দিন কিছুটা ধীরে খেলে অপরাজিত থাকেন ১৪ রানে। 

প্রণব মাত্র ৪ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। রনি চৌধুরী ও সাকিবুর রহমান ছিলেন কার্যকর বোলিংয়ে।

শেষ পর্যন্ত ৩৮ রানেই থেমে যায় এসএসএস মাস্টার্স, মাত্র ১ রানের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় সিএল রোয়ালস।

ম্যাচসেরা রয়েল দাস গুপ্তের হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস ক্রিকেট কমিটির সাবেক সম্পাদক আবদুল হান্নান আকবর।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন