শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

‘চট্টগ্রামের’ তামিম খুলনায়, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

বিপিএল

দেশ স্পোর্টস ডেস্ক

০৩ জানুয়ারি ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন

‘চট্টগ্রামের’ তামিম খুলনায়, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

ইনজুরিতে পড়ে তামিম ইকবাল লম্বা সময়ের জন্যে ছিলেন মাঠের বাইরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই তার মাঠে ফেরার কথা। সেজন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। তামিমের এবারের দল খুলনা টাইগার্স। গত বছর খেলেছিলেন মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে। এই দলে এবার তামিম কোচ হিসেবে পেয়েছেন খালেদ মাহমুদ সুজনকে। বাঁহাতি ওপেনারের মাঠে ফেরা নিয়ে সুখবরটা তিনিই দিয়েছেন। প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তামিমকে।  

হাতে সময় থাকায় তামিমকে ধীরে এগোতে পরামর্শ দিয়েছেন খালেদ মাহমুদ। গতকালের মতো আজও নেটে ব্যাটিং করেছেন তামিম। বেশ শান্ত মেজাজেই তাকে নেটে দেখা গেছে। অনুশীলনে খুব একটা জোর দেননি। আস্তে আস্তে চেনা ছন্দে ফিরবেন বলেই ধারণা। মিরপুরে অনুশীলন শেষে খালেদ মাহমুদ বলেছেন, ‘তামিম ভালোভাবে সেরে উঠছে। চম্পকাকে নিয়ে ব্যাংককে গেলো। এরপর একটা ইনজুরিতে ছিল। নেটে ব্যাটিং করেছে গত দুদিন। আমিও বলেছি ওকে একটু ধীর গতিতে এগোতে। যেহেতু আমাদের খেলা ৭ জানুয়ারি। আজ মাত্র ৩ তারিখ। আমরা বুধবার একটা অনুশীলন ম্যাচ খেলবো। হয়তো তামিম ওখানে কিছুক্ষণ ব্যাটিং করবে। সে ফিট। খেলার জন্য প্রস্তুত।’ 

গতকাল খালেদ মাহমুদ সাকিবের সঙ্গে ফরচুন বরিশালে কাজ করেছেন। এবার কাজ করছেন তামিমের সঙ্গে। দুজনের রসায়ন ভালো জমে উঠেছে বলে দাবি করলেন খালেদ মাহমুদ, ‘বিপিএলে আমি পেশাদার। তামিমের সঙ্গে  আমার কাজ নতুন না। ছোট বেলা থেকেই অনেক কাজ করেছি। তামিমের সঙ্গেও আমার রসায়ন খুব ভালো। দল গঠন ও বিদেশি নেওয়ার ক্ষেত্রে তামিমের সঙ্গে আলোচনা করেই সব হয়েছে এবং আমাদের কোথায় কাজ করতে হবে সেটা নিয়েও কাজ করেছি। আমি চেষ্টা করবো আমার সেরা শট দিতে, এখানে সেরা ও ভালো কিছু করার জন্য।’ 

তামিমের সঙ্গে ইয়াসিরকে দলে নিয়েছে খুলনা। রয়েছেন নাসুম আহমেদ, সাব্বির রহমান, সাইফউদ্দিনরা। এছাড়া পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খানকে দলে টেনেছে। নিজের দল নিয়ে বেশ সন্তুষ্ট খালেদ মাহমুদ, ‘আমরা দল হিসেবে খারাপ না। লড়াকু একটা দল। তরুণ ক্রিকেটার আছে। এটা খুব ভালো, আমি নিজেও পছন্দ করি। অভিজ্ঞ ক্রিকেটারও আছে। তামিম, ইয়াসির, সাইফউদ্দিন। বিদেশিও ভালো। ওয়াহাবও আসবে। ভালো সমন্বয়। আমি বলবো না যে আমরা কাগজে কলমে সেরা দল, কিন্তু প্রতিদ্বন্দ্বী দল আমি বলবো।’


সর্বশেষ

উপরে নিয়ে চলুন