শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ভারী বর্ষণ ও বাতাস, গলে ভেঙে পড়লো অস্থায়ী গ্র্যান্ডস্ট্যান্ডের ছাদ

স্পোর্টস ডেস্ক

৩০ জুন ২০২২, ১২:৪৫ অপরাহ্ন

ভারী বর্ষণ ও বাতাস, গলে ভেঙে পড়লো অস্থায়ী গ্র্যান্ডস্ট্যান্ডের ছাদ

ভারী বর্ষণ ও বাতাসে ভেঙে পড়লো গল আন্তর্জাতিক স্টেডিয়ামের একটি অস্থায়ী গ্র্যান্ডস্ট্যান্ডের ছাদ। প্রতিকূল আবহাওয়ার কারণে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।

দ্বিতীয় দিনের খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে দেড় ঘণ্টা ধরে বৃষ্টি হয়। পুরো মাঠ কভার দিয়ে ঢেকে রাখতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে গ্রাউন্ড স্টাফদের।

কিছুক্ষণ পর ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে ধসে পড়ে মাঠের পূর্ব দিকে অবস্থিত স্ট্যান্ডের মেটাল শিটের তৈরি ছাদ। ওই সময় সেখানে কোনো দর্শক ছিলেন না। কেবলই মাঠে ঢুকেছিল অস্ট্রেলিয়া দল।

স্থানীয় সময় সকাল ১০টায় খেলা শুরুর কথা, কিন্তু তখনও হচ্ছিল বৃষ্টি। বাতাসের কারণে মাঠ ঢেকে রাখা কষ্টসাধ্য হয়ে উঠছিল।

শ্রীলঙ্কার ২১২ রানের জবাবে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৯৮ রান। প্রথম দিনই গেছে ১৩ উইকেট। ধারণা করা হচ্ছিল, স্পিনারদের সাফল্যে তিন দিনেই শেষ হতে পারে এই টেস্ট।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন