বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

আমিরাতে বাংলা টাইগার্সের ডেরায় সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক

০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ অপরাহ্ন

আমিরাতে বাংলা টাইগার্সের ডেরায় সাকিব আল হাসান

আবুধাবি টি-১০ লিগের গত আসরে বাংলা টাইগার্সের আইকনিক খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান। ছিলেন দলের অধিনায়কও। এবারের আসরের জন্যও সাকিবকে আইকন ক্যাটাগরিতে ধরে রেখেছিল বাংলা টাইগার্স। কিন্তু বিশ্বকাপের সময় আঙুলের ইনজুরিতে ছিটকে যান টি-১০ থেকে। এর সাথে নির্বাচনের ব্যস্ততার জন্য স্বাভাবিকভাবে খেলার বাইরে আছেন তিনি। এসব কিছুর মাঝেই দুবাই গেলেন তিনি।

শনিবার (২ ডিসেম্বর) বাংলা টাইগার্সের ডেরায় যোগ দিতে দুবাই গেছেন সাকিব। তবে খেলার উদ্দেশ্যে দুবাই যাননি তিনি। সাকিব দুবাই গেছেন দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিতে।

জানা গেছে, দুবাইয়ে দুই দিন অবস্থান করবেন সাকিব। যেখানে বাংলা টাইগার্সের বাণিজ্যিক কাজে অংশ নেওয়ার পাশাপাশি দলের ক্রিকেটারদের সঙ্গেও সময় কাটাবেন।

গত ২৮ নভেম্বর শুরু হওয়া টি-টেন লিগে এবার এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। তাতে ১ জয়ের বিপরীতে ১ হার। ৮ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ৯ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলে নেই এই বাঁহাতি অলরাউন্ডার। এমনকি ফিরতি সফরে নিউজিল্যান্ডেও যাচ্ছেন না তিনি। এ সময় সাকিবের নির্বাচনী ব্যস্ততাও আছে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন