সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মামুলি সংগ্রহ

১৪৪

ক্রীড়া প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মামুলি সংগ্রহ

অধুনা টি-টোয়েন্টির ধুমধারাক্কা ব্যাটিংয়ের যুগে ১৫০ রানের নিচে স্কোর কোন অবস্থাতেই ফাইটিং স্কোর নয়। এমনকি দুই শতাধিক রানও চেজ হয়ে যাচ্ছে হারহামেশা। আগেরদিন পাকিস্তানের বিশ্বসেরা বোলিং লাইনআপও আগে ব্যাট করে ১৫৯ রান করে ভারতকে আটকাতে পারেনি। সেখানে সুপার টুয়েলেভের নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ১৪৪ রানে।

টসে হেরে ব্যাট করতে নেমে যথারীতি বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিংয়ে দৈন্যদশা প্রকাশ পেলো। শুরুটা দুর্দান্ত করেও শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের সামনে মাত্র ১৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশের ব্যাটাররা।

হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভারে উদ্বোধনী জুটিতেই ৪৩ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের ব্যাটারদের উইকেট বিলিয়ে দিয়ে আসার মিছিল বাড়তে থাকায় রান আর আশানুরূপ বাড়েনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৪ রানে থেমে যেতে হয়েছে টাইগারদের।

সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন ধ্রুব। শেষ দিকে ১২ বলে ২০ রান করে বাংলাদেশের রান ১৪০- এর কোটা পার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন