শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

এবার লঙ্কা-জয় করলো বাংলা টাইগার্স, দু'মাসের ব্যবধানে দুই শিরোপা

ক্রীড়া প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

এবার লঙ্কা-জয় করলো বাংলা টাইগার্স, দু'মাসের ব্যবধানে দুই শিরোপা

প্রথমবার আফ্রিকা গিয়ে লাল সবুজের পতাকা উড়িয়ে শিরোপা নিয়ে উল্লাসে মেতেছিল চট্টগ্রামের ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর বাংলা টাইগার্স। এর দু'মাস পার হতেই আবারও লাল-সবুজের পতাকা উড়িয়ে লঙ্কা জয় করলো বাংলা টাইগার্স।

প্রথমবারের মতো আয়োজিত লঙ্কান টি-১০ সুপার লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বাংলা টাইগার্স ফাইনালে জাফনা টাইটানকে ২৬ রানে হারিয়ে শিরোপা জিতলো।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স শেহজাদ, ড্যানিয়েল ও শানাকার তিনটি ক্যামিও ইনিংসে নির্দিষ্ট ১০ ওভারে ১৩৭ রান করে। শেহজাদ ও ড্যানিয়েল যথাক্রমে ১১ ও ১৫ বলে সমান ২৬ রান করেন। শানাকার ২১ রান আসে ১০ বল থেকে। এছাড়া, সাব্বির ২ ছক্কায়  করেন ১৬ রান।

জবাব দিতে নেমে জাফনা সব ওভার খেলেও ১০৭ রানের বেশি করতে পারেনি। 

বাংলা টাইগার্সের দ্বিতীয় শিরোপা জয়ে দারুণ উচ্ছ্বসিত দলটির কর্ণধার ইয়াসিন চৌধুরী। তিনি জানান, জিম্বাবুয়ের আফ্রো টি-টেনে চ্যাম্পিয়ন হওয়ার পর আবুধাবি টি-টেনে আশানুরূপ সাফল্য পায়নি বাংলা টাইগার্স। লঙ্কান টি-টেনে অসাধারণ খেলে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক সবাইকে অভিনন্দন জানাচ্ছি।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন