শনিবার, ২০ এপ্রিল ২০২৪

গা গরমের ম্যাচে রাতে মাঠে নামছে বাংলা টাইগার্স

টি-টেন

ক্রীড়া প্রতিবেদক

২০ নভেম্বর ২০২২, ০৪:২৮ অপরাহ্ন

গা গরমের ম্যাচে রাতে মাঠে নামছে বাংলা টাইগার্স

কোচিং স্টাফ ও অধিনায়কের সাথে বাংলা টাইগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াতে বাকি আর দুদিন। নভেম্বরের ২৩ তারিখ উদ্বোধনী দিনেই মাঠে নামবে লাল-সবুজের পতাকাবাহী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। তবে মূল লড়াই শুরুর আগে গা গরমের ম্যাচে মাঠে নামছে বাংলা টাইগার্স।

বাংলাদেশ সময় রাত ১০টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লী বুলসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রামের অন্যতম সেরা ক্রীড়া সংগঠক এফএমসি গ্রুপের কর্ণধার ইয়াসিন চৌধুরীর মালিকানাধীন বাংলা টাইগার্স দল।  

বাংলা টাইগার্স চলতি মৌসুমের জন্য আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে অধিনায়কও করেছেন। প্রথম দিনের অনুশীলনে সাকিবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে বাংলা টাইগার্স। সেখানে সাকিবকে বেশ আত্মবিশ্বাসী ও হাসিখুশি দেখা যায়। 

আজকের অনুশীলন ম্যাচের আগে দলের বেশিরভাগ ক্রিকেটার ইতোমধ্যে বাংলা টাইগার্সের ক্যাম্পে যোগ দিয়েছেন। বাংলা টাইগার্সে এবারে প্রধান কোচের দায়িত্ব রয়েছেন সাবেক বাংলাদেশ দলের ক্রিকেটার চট্টগ্রামের সন্তান আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু। 

খেলোয়াড় হিসেবে এবারের আসরে বাংলাদেশের নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরীদের সাথে পাকিস্তানে মোহাম্মদ আমির, ভারতের শ্রীশান্ত, শ্রীলঙ্কার মাথিশা, ইংল্যান্ডের জ্যাক বেল, লুইস গ্রেগরি, জয় ক্লার্ক, বেনিওয়েল, জ্যাক লিন্টট, আফগানিস্তানের হযরুতুল্লাহ জাজাই, ওয়েস্ট ইন্ডিজের ইভেন লুইস, আমিরাতের শেরাক সিউরি, উমাইর আলী, রোহান মোস্তফা, ইয়াসির কলীম, অস্ট্রেলিয়ার বেন কাটিং, নিউজিল্যান্ডের কলিন মনরু বাংলা টাইগার্সের হয়ে এবারের আসরে দেখা যাবে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন