ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন পিএসজির তারকা ফুটবলার নেইমার। গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান এ সুপারস্টারের অস্ত্রোপচার করতে হবে। কমপক্ষে ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
তবে বরাবরে মতো ভেঙে না পড়া ব্রাজিলিয়ান এ পোস্টারবয় নিজের দৃঢ়তার জানান দিয়েছেন। দিয়েছেন ‘ফেরার’ বার্তাও।
এক টুইটে নেইমার জানিয়েছেন, আরো শক্তিশালী হয়ে ফিরব।
এদিকে শোনা যাচ্ছে, নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তাকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার মাস।
উল্লেখ্য, চলতি লিগ ওয়ানের মৌসুম শেষ হবে ৩ জুন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুন। এতে নেইমারের ফেরার চার মাস সময় চলতি মৌসুমে তার মাঠে নামার সম্ভাবনা নেই।