চূড়ান্ত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম ধাপের ১৬ দল। গ্রুপ পর্বের শেষ দিনে শেষ ষোলোর টিকিট পেল লাইপজিগ ও এসি মিলান।
১৪ দলের নকআউটে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। বুধবার (২ নভেম্বর) রাতে শাখতার দোনেৎস্ককে হারিয়ে লাইপজিগ ও সালসবুর্ককে হারিয়ে মিলান উঠেছে পরের ধাপে।
সুইজারল্যান্ডের নিয়নে আগামী সোমবার হবে শেষ ষোলোর ড্র।
শেষ ষোলোয় উঠল যারা: (প্রথম দল গ্রুপ চ্যাম্পিয়ন)
গ্রুপ এ: নাপোলি (ইতালি), লিভারপুল (ইংল্যান্ড)
গ্রুপ বি: পোর্তো (পর্তুগাল), ক্লাব ব্রুগা (বেলজিয়াম)
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ (জার্মানি), ইন্টার মিলান (ইতালি)
গ্রুপ ডি: টটেনহ্যাম হটস্পার (ইংল্যান্ড), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (জার্মানি)
গ্রুপ ই: চেলসি (ইংল্যান্ড), এসি মিলান (ইতালি)
গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ (স্পেন), লাইপজিগ (জার্মানি)
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি)
গ্রুপ এইচ: বেনফিকা (পর্তুগাল), পিএসজি (ফ্রান্স)