মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড নেইমারের আল হিলালের

দেশ স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড নেইমারের আল হিলালের

শীর্ষ লিগে খেলা কোনো দলের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড এখন আল হিলালের। জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে মঙ্গলবার (১২ মার্চ) রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়ে টানা ২৮ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি। 

দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই ক্লাব প্রতিযোগিতার সেমিফাইনালেও উঠল আল হিলাল। ফিরতি লেগে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করেন আল হিলালের আল শাহরানি ও ম্যালকম।

সৌদি প্রো লিগে গত শুক্রবার আল হিলাল মাঠে নামার আগপর্যন্ত রেকর্ডটি ওয়েলশের ক্লাব দ্য নিউ সেন্টসের দখলে ছিল। ১৯৭১-৭২ মৌসুমে ইয়োহান ক্রুইফ-ইয়োহান নিসকেন্সদের সেই আয়াক্সের গড়া টানা ২৬ ম্যাচ জয়ের রেকর্ড ২০১৬-১৭ মৌসুমে ভেঙে দেয় সেন্টস। 

ওয়েলশের শীর্ষ ঘরোয়া লিগের ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছিল টানা ২৭ ম্যাচ। গত শুক্রবার সৌদি প্রো লিগে আল রিয়াদকে ৩-১ গোলে হারিয়ে সেন্টসের রেকর্ডে ভাগ বসায় আল হিলাল। পরের ম্যাচেই অর্থাৎ গতকাল রাতে আল ইত্তিহাদকে হারিয়ে রেকর্ডটি নিজেদের দখলে নিল এএফসি চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে সফল এই ক্লাব। চারবারের চ্যাম্পিয়ন আল হিলাল সেমিফাইনালে আরব আমিরাতের ক্লাব আল আইনের মুখোমুখি হবে।

গত বছর ২১ সেপ্টেম্বর লিগ প্রতিদ্বন্দ্বী দামাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আল হিলাল। এরপর থেকে সব ম্যাচই জিতেছে পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের এই দল। সৌদি লিগে ১৬ ম্যাচ, কাপ প্রতিযোগিতায় ৩ ম্যাচ এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে টানা ৯ ম্যাচ জিতল আল হিলাল। 

ক্লাবটির এই জয়যাত্রায় দুই ম্যাচে মাঠে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। গত বছর সেপ্টেম্বরে আল শাবাব এবং নাসাজি মাজানদারানের বিপক্ষে খেলেছিলেন তিনি। এরপর গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন। সেই চোট কাটিয়ে গত মাসে সৌদি ক্লাবটিতে ফিরেছেন নেইমার। তবে এখনো মাঠে নামা হয়নি তাঁর।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন