আবুধাবি টি-টিন লিগে বাংলা টাইগার্স দুর্দান্ত সূচনার পর পথ হারিয়ে ফেলেছিল। এরপর টানা তিন ম্যাচ হেরে অনেকটা পিছিয়ে পড়েছিল তারা। অবশেষে নিজেদের চতুর্থ ম্যাচে এসে ১২ রানে দিল্লী বুলসকে হারিয়ে প্রতিযোগিতায় ফিরেছে বাংলা টাইগার্স।
মঙ্গলবার (২৯ নভেম্বর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংল টাইগার্সের খেলোয়াড়েরা ব্যাটে-বলে জ্বলে উঠেন।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সকে ১৩৩ রানের ফাইটিং স্কোর এনে দেন পাকিস্তান জাতীয় দলের তারকা ব্যাটার ইফতেখার আহমেদ। তিনি মাত্র ৩০ বলে করেন এবারের আসরের সর্বোচ্চ ৮৩ রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি ছয় আর ৫টি চারে। এছাড়া জো ক্লার্ক করেন ১০ বলে ২৫ রান।
ফলে রান তাড়া করতে নেমে শেষ দিকে টিম ড্যাভিড ১৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
এদিন বাংলা টাইগার্সের সব বোলারই মিতব্যয়ী বোলিং করেন।
জয়ে ফেরায় দারুণ উচ্ছ্বসিত বাংলা টাইগার্সের মালিক চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ইয়াসিন চৌধুরী। তিনি বাকি ম্যাচগুলো জিতে বাংলা টাইগার্সের সুপার ফোরে কোয়ালিফিকশনের ব্যাপারে আশাবাদী। তিনি দেশ স্পোর্টসকে বলেন, 'আজকের জয়ের পর সবার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। এর ধারাবাহিকতায় সামনের দুটি ম্যাচও জিতব আশকরি।'
তিনি আরও বলেন, 'এখন আমাদের প্রত্যেকটি ম্যাচ ফাইনাল। আমরা জিতলে সুপার ফোরে উঠার সুযোগ থাকবে।'
প্রবাসী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইয়াসিন চৌধুরী বলেন, 'প্রবাসী বাঙালিরা আমাদের বড় শক্তি। তাঁদের অকৃত্রিম সমর্থন আমাদের অনুপ্রেরণা যোগায়।