বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবলের কোয়ার্টার ফাইনাল আজ

চট্টগ্রাম জেলা

ক্রীড়া প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:০৪ অপরাহ্ন

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবলের কোয়ার্টার ফাইনাল আজ

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেলা পর্যায়ের তৃতীয় দিনের খেলা সম্পন্ন হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বঙ্গমাতা গোল্ডকাপে আনোয়ারার পশ্চিম বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাহিয়া আক্তারের গোলে রাঙ্গুনিয়ার ঘাটচেক সপ্রাবিকে, মীরসরাইয়ের পশ্চিম মায়ানী হাজীপাড়া নুরীয়া সপ্রাবি নুসরাত জাহানের ৪ গোলের সুবাদে ৫-০ গোলে চন্দনাইশ সপ্রাবিকে, বাঁশখালীর খুদুকখালী সপ্রাবি ৫-০ গোলে রাউজানের চিকদাইর পাঠানপাড়া সপ্রাবিকে পরাজিত করে। অপর খেলায় লালখানবাজার সপ্রাবি ওয়াকওভার লাভ করে।

অন্যদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপে আনোয়ারার বরুমচড়া ছমদিয়া সপ্রাবি ৩-০ গোলে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা সপ্রাবিকে, চন্দনাইশের পূর্ব চন্দনাইশ সপ্রাবি ২-০ গোলে সাতকানিয়ার ঢেমশা সপ্রাবিকে, ডবলমুরিং থানার টিকেট প্রিন্টিং প্রেস কলোনি সপ্রাবি টাইব্রেকারে সন্দ্বীপ চৌকাতল সপ্রাবিকে এবং বাঁশখালীর পূর্ব বাহারছড়া সপ্রাবি ৩-০ গোলে ডাবুয়া সপ্রাবিকে পরাজিত করে। 

আজ বঙ্গমাতা ও বঙ্গবন্ধু উভয় বিভাগের কোয়ার্টার ফাইনাল শুর হওয়ার কথা। 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন