দেশ স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:১১ অপরাহ্ন
‘রিল ভিডিও’ বর্তমানে সময়ে ট্রেন্ডিংয়ে থাকা নতুন বিনোদনের ক্ষেত্র। টিকটক কিংবা এ জাতীয় বিনোদনে মত্ত থাকা তরুণ-তরুণী থেকে শুরু করে প্রায় সকলের কাছেই এই রিল ভিডিও এখন জনপ্রিয়।
এবার সেই রিল ভিডিওতে মজেছেন ভারতে রোড সেফটি সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ লিজেন্ডসের এর তারকারা। এই মুহূর্তে টুর্নামেন্টটি খেলার জন্য ভারতে অবস্থান করছে আব্দুর রাজ্জাক, অলক কাপালি, মেহরাব হোসেন অপি, শাহাদাত হোসেনরা।
সেখানে একটি রিল ভিডিও করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটাররা। বলিউডের জনপ্রিয় গান ‘কালা চশমা’ এর সঙ্গে নেচেছেন মোহাম্মদ শরীফ, রাজীব, রাজ্জাকরা।
যদিও মাঠের খেলায় ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ লিজেন্ডস দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে ৬৭ রান তুলতেই হারিয়ে ফেলে ৭ উইকেট। আফতাব, অলক ও ধীমান ছাড়া কেউ দু’অঙ্কের কোটা পার হতে পারেনি।