মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ভালো শুরুর পর ৪ উইকেট হারিয়ে লড়ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ন

ভালো শুরুর পর ৪ উইকেট হারিয়ে লড়ছে বাংলাদেশ

সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে দারুণ একটা শুরুই এনে দিয়েছিলেন। তবে পাওয়ারপ্লের শেষ দিকে এসে যেন এক ঝড়ে এলোমেলো হয়ে গেল বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে পড়ে গেছে খানিকটা বিপদেই। এরপর বাংলাদেশের বিপদ আরও বড় হয় দলের দুই নির্ভরযোগ্য ও অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাশ-সাকিব আল হাসানের বিদায়ে। তাতে করে বৃষ্টিতে সাময়িক বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ৯.৩ ওভারে ৭০ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। 

সৌম্য শুরু থেকে একটু নড়বড়েই ছিলেন। প্রথম চারটা এসেছে ব্যাটের বাইরের কোণায় লেগে। এরপর সে ওভারেই ফ্রেড ক্লাসেনের বল স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করেন তিনি। প্রথম ওভার থেকে ১২ রান পায় বাংলাদেশ।

পরের দুই ওভার অবশ্য বাউন্ডারির দেখা পায়নি বাংলাদেশ। পেল চতুর্থ ওভারে। এবার খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন শান্ত। বাস ডি লিডকে পরপর দুই বলে চার মারেন তিনি। পরের ওভারে ফ্রেড ক্লাসেনকেও টানা দুই চার মারেন তিনি। তাতে পাঁচ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৩। চলতি বছর ওপেনিংয়ে বাংলাদেশের সেরা সংগ্রহও চলে আসে তাতে।

তবে পাওয়ারপ্লের শেষ ওভারে বিদায় নেন সৌম্য। ফন মিকেরেনকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বাংলাদেশ পাওয়ারপ্লে শেষ করে ৪৭ রানে ১ উইকেট খুইয়ে।

পরের ওভারে বিদায় নেন শান্তও। টিম প্রিঙ্গলকে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে ব্যর্থ হন তিনি, ক্যাচ দেন সেই শর্ট মিড উইকেটেই। ৪৭ রানে ২ ওপেনারকে খুইয়ে বসে বাংলাদেশ। 

শুরু থেকেই টাইমিং করতে পারছিলেন না লিটন দাস। ফন বিককে তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দিলেন। ভালো শুরুর পর দ্রুত ৩ উইকেট হারাল বাংলাদেশ। লিটনের বিদায়ের পর স্লগ সুইপ করেছিলেন সাকিব, মিডউইকেটে লাফিয়ে উঠে দারুণ একটি ক্যাচ নিয়েছেন ডি লিডি। দশম ওভারের আগেই নেই ৪ উইকেট। সে ৪ উইকেট গেছে ২০ রানের মধ্যেই! 

বাংলাদেশ একাদশ
১৫ জনের দল থেকে জায়গা হয়নি শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। 
তিন জন পেসারের সঙ্গে দলে স্বীকৃত স্পিনার হিসেবে আছেন সাকিব আল হাসান, খেলানো হচ্ছে মোসাদ্দেক হোসেনকে। ফলে খেলছেন আট জন ব্যাটসম্যান। 

সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন। 


 


সর্বশেষ

উপরে নিয়ে চলুন