চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ক্লাব সমিতির ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার উদ্বোধন হচ্ছে।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বুধবার (২৯ অক্টোবর) বিকাল আড়াইটায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত ৫টি (পাঁচ) ক্লাব—চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, কল্লোল সংঘ গ্রীন এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব অংশগ্রহণ করবে। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৪টি (চার) ক্লাব সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল জয়ী দুটি দল ফাইনালে অংশ নিবে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দেড় লক্ষ টাকা ও ট্রফি এবং রানার দলকে এক লক্ষ টাকা ও ট্রফি, তৃতীয় ও চতুর্থ দলকে ত্রিশ হাজার টাকা এবং পঞ্চম অবস্থানে থাকা দলকে বিশ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়া প্রতিটি খেলার ম্যান অব দ্যা ম্যাচকে দুই হাজার টাকা এবং ক্রেস্ট প্রদান করা হবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টের সেরা গোলপিকারকে দশ হাজার টাকা এবং ক্রেস্ট প্রদান করা হবে।
এ টুর্নামেন্টের সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে ১১ লক্ষ ৮০ হাজার টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন সমুদয় অর্থ প্রদান করবেন। এ টুর্নামেন্টের প্রতিটি খেলা এন স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। খেলা উপভোগ করতে টিকেটের ব্যবস্থা করা হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে গ্যালারি ২০ টাকা ও প্যাভিলিয়ন ৫০ টাকা। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে গ্যালারি টিকেটের মূল্য ৩০ টাকা ও প্যাভিলিয়ন ১০০ টাকা। গেইট পরিচালনা করার জন্য কোটেশনের মাধ্যমে সর্বোচ্চ নিলাম গ্রহীতা হিসেবে দুই লক্ষ টাকায় আজাদকে দায়িত্ব প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সিজেকেএস ক্লাব সমিতি কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম এসব তথ্য জানান।
সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা মো. হাফিজুর রহমান, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি অ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সহসভাপতি ও মিডিয়া উপ কমিটির আহ্বায়ক মোহাং শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি নজরুল ইসলাম লেদু, মো. আমিনুল ইসলাম, সহসভাপতি লোকমান হাকিম মো. ইব্রাহিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, চসিক মেয়রের ক্রীড়া প্রতিনিধি আবদুল আহাদ রিপন, সদস্য আলী আকবর, আলী হাসান রাজু, সরওয়ার আলম চৌধুরী মনি, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, আসিফ আহমেদ, সিজেকেএস সহ প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।
পরে উম্মোচন করা সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি।
উদ্বোধনী দিনে কল্লোল সংঘ গ্রীন ও নবাগত এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব মুখোমুখি হবে।