মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

১২ দলের অংশগ্রহণে সিজেকেএস চুকবল লিগ শুরু হচ্ছে শুক্রবার

ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২২, ১২:১৯ অপরাহ্ন

১২ দলের অংশগ্রহণে সিজেকেএস চুকবল লিগ শুরু হচ্ছে শুক্রবার

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন চুকবল লিগ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।

সিজেকেএস জিমন্যাসিয়ামে বিকাল ৫টায় লিগের উদ্বোধন করবেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল করিম সিকদার বাপ্পী।

চারদিনব্যাপী চুকবল লিগ চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের চুকবল লিগে ১২টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলোকে লটারির মাধ্যমে ৪ গ্রুপে বিভক্ত করা হয়েছে।

দলগুলো হচ্ছে:

গ্রুপ-এ: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা), রাইজিং স্টার (জুনিয়র)।

গ্রুপ-বি: মোহামেডান স্পোর্টিং ক্লাব, রাইজিং স্টার, এমএইচ স্পোর্টিং ক্লাব।

গ্রুপ-সি: চট্টগ্রাম সিটি করর্পোরেশন একাদশ গ্রীণ, নোয়াপাড়া লায়ন্স ক্লাব, বাংলাদেশ রেলওয়ে র‌্যাঞ্জার্স।

গ্রুপ-ডি: শহীদ শাহজাহান সংঘ, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, বাকলিয়া একাদশ জুনিয়র।

লিগ শুরুর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২৬ জুলাই হতে ১ আগস্ট পর্যন্ত সিজেকেএস জিমন্যাসিয়ামে প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে চুকবল প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় এ লিগের আয়োজন হচ্ছে। প্রশিক্ষণ ও লিগের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট ১ লক্ষ ৩৩ হাজার টাকা। এরমধ্যে স্পন্সর প্রতিষ্ঠান রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন ১ লক্ষ টাকা প্রদান করেছেন। অবশিষ্ট অর্থ সিজেকেএস এর তহবিল হতে নির্বাহ করা হবে। 

সিজেকেএস চুকবল কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিজেকেএস চুকবল কমিটির চেয়ারম্যান এইচ এম সোহেল। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের সিইও জাহিদুল করিম সিকদার বাপ্পী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস চুকবল কমিটির যুগ্ম সম্পাদক মো. হায়দার আলী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস কাউন্সিলর লুৎফুল করিম সোহেল, সরওয়ার মনি প্রমুখ।

আহশা


সর্বশেষ

উপরে নিয়ে চলুন