শনিবার, ১২ অক্টোবর ২০২৪

পিজেএলে মেন্টর হিসেবে আফ্রিদি-স্যামিরা পাবেন কোটি রুপি

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই ২০২২, ০১:১৮ অপরাহ্ন

পিজেএলে মেন্টর হিসেবে আফ্রিদি-স্যামিরা পাবেন কোটি রুপি

পাকিস্তান জুনিয়র লিগের (পিজেএল) মেন্টরদের জন্য উচ্চ অঙ্কের পারিশ্রমিক ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিটি দলের মেন্টরদের দেওয়া হয়েছে ৫০ হাজার ডলার বা এক কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব।

এরই মধ্যে পিজেএলে মেন্টর হিসেবে চূড়ান্ত হয়েছে জাভেদ মিয়াঁদাদ, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক ও ড্যারেন স্যামির। এছাড়া অন্যান্য মেন্টররাও সমপরিমাণ অর্থ পারিশ্রমিক পাবেন। যার মানে দুই সপ্তাহের টুর্নামেন্টে মেন্টররা পাবেন মোট ৭ কোটি রুপি।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হনি পিসিবির মিডিয়া পরিচালক সামি উল হাসান। তিনি জানিয়েছেন, মেন্টরদের পারিশ্রমিক কত হবে এবং কীভাবে পরিশোধ করা হবে সেটি মেন্টর ও পিসিবির মধ্যেই থাকবে।

আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার মস্তিষ্কপ্রসূত এই টুর্নামেন্ট। যেখানে খেলবেন অনূর্ধ্ব-১৫ থেকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটাররা।

সূত্রঃ ক্রিকেটপাকিস্তানডটকম


সর্বশেষ

উপরে নিয়ে চলুন