শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক উমরান মালিকের

গতি তারকা

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন ২০২২, ০২:৩৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক উমরান মালিকের

আইপিএল মাতানো উমরান মালিকের স্বপ্ন সত্যি হলো অবশেষে। আন্তর্জাতিক আঙিনায় আজ (রোববার) অভিষেক হয়ে গেলো তার। ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় একাদশে জায়গা পেয়েছেন ডানহাতি এই পেসার।

আইপিএলে গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্লেষকদের প্রশংসা কুড়ানো উমরান মালিকের আন্তর্জাতিক অভিষেক হওয়া একপ্রকার অনুমিতই ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি হতে পারে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।


সর্বশেষ আইপিএলে মাত্র ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন ২২ বছরের উমরান। কাশ্মীরি এই পেসারের স্ট্রাইক রেট ছিল ১৩.৪০ এবং ইকোনমি রেট ৯.০৩।

ডাবলিনে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন