বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আবুধাবি টি-টেনের অষ্টম আসরের প্রথম দিনেই মাঠে নামছে ফেভারিট বাংলা টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

আবুধাবি টি-টেনের অষ্টম আসরের প্রথম দিনেই মাঠে নামছে ফেভারিট বাংলা টাইগার্স

আবুধাবি টি-টেন লিগের অষ্টম আসর শুরু হচ্ছে আজ (২১ নভেম্বর)। আর প্রথম দিনেই মাঠে নামছে এবারের আসরের অন্যতম হট ফেভারিট বাংলা টাইগার্স। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক করে এরই মধ্যে দুর্দান্ত একটি দল গড়েছে বাংলাদেশের প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি ক্রিকেট টিম বাংলা টাইগার্স। 

বাংলাদেশ সময় রাত ৭ টা ৪৫ মিনিটের সময় নিজেদের প্রথম ম্যাচে স্যাম্প আর্মির মুখোমুখি হবে বাংলা টাইগার্স। এবারের আসরকে ঘিরে দুদিন আগে থেকেই দলের খেলোয়াড়গণ আবুধাবি টিম হোটেলে উঠে নিবিড় অনুশীলন শুরু করে। 

বিশ্বসেরা স্পিনার রশিদ খান, অন্যতম সেরা হার্ডহিটার দীনেশ কার্তিক, পাকিস্তানের তারকা ক্রিকেটার ইফতেখার আহমেদ, লিয়াম লিভিংস্টোন, দাসুন শানাকা, হযরত উল্লাহ জাজাই, জশ লিটল, মোহাম্মদ শেহজাদ, মোহাম্মদ হাসনাইন, বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য মারকুটে ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও এক ঝাক উদীয়মান  তরুন ক্রিকেটারদের সম্মিলনে দল নিয়ে দারুণ আশাবাদী বাংলা টাইগার্সের মালিক এবং দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, চট্টগ্রামের গর্বিত সন্তান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। তিনি বলেন, চারদিকে এখন নতুন বাংলাদেশের জয়গান চলছে, বিশ্ব বাংলাদেশ কে নতুনভাবে চিনছে, ক্রীড়াক্ষেত্রেও আমরা বাংলাদেশ কে নতুন ভাবে চেনাতে চাই। বাংলা টাইগার্স সদ্য আফ্রিকার মাটিতে জিম আফ্রো টি-টেন লিগে চ্যাম্পিয়ন হয়ে  বাংলাদেশের পতাকা উড়িয়েছে। আসন্ন আবুধাবি টি-১০ টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য!  সে লক্ষ্যেই একটা চ্যাম্পিয়ন দল গড়েছি আমরা।  

২০১৯ সালে আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি ক্রিকেট টিম হিসাবে যাত্রা শুরু করা বাংলা টাইগার্সের চলমান মৌসুম টা দুর্দান্ত কাটছে, সদ্যসমাপ্ত জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আবুধাবি টি-১০ লিগকে টার্গেট করেছে বাংলা টাইগার্স।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন