বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

করাচি টেস্টেও হার, ঘরের মাঠে টানা চার টেস্টে হারের ‘রেকর্ড’ পাকিস্তানের

হোয়াইট ওয়াশ

দেশ স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর ২০২২, ০১:৩৬ অপরাহ্ন

করাচি টেস্টেও হার, ঘরের মাঠে টানা চার টেস্টে হারের ‘রেকর্ড’ পাকিস্তানের

করাচি টেস্টে তৃতীয় দিন শেষে শুধু সময়ের অপেক্ষাই ছিল। করাচি টেস্টে জয় পেতে এবং ৩ ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করতে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৫৫ রান। হাতে ছিল ৮ উইকেট। চতুর্থ দিনে এই ৫৫ রান করতে ইংল্যান্ডের লেগেছে মাত্র ৬৭ বল আর ৩৮ মিনিট। করাচি টেস্ট জিতে প্রথম দল হিসেবে টেস্টে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড। এই প্রথমবার ঘরের মাঠে টানা চার টেস্টে হেরেছে পাকিস্তান।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টানা তিন ম্যাচের আগে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। এশিয়ার দলগুলোর মধ্যে পাকিস্তান ছাড়া ঘরের মাঠে টানা চার টেস্টে হারার রেকর্ড আছে শুধু বাংলাদেশের। তবে বাংলাদেশ টানা ৪ টেস্টে  হেরেছে ৬ বার। ঘরের মাঠে ২০০১ থেকে ২০০৪ সালে টানা ১৩ টেস্টে হেরেছিল বাংলাদেশ।

করাচি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৩০৪ রান। জবাবে হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫০ রানের লিড পায় বেন স্টোকসের দল। ৫০ রানে পিছিয়ে থাকা পাকিস্তান ব্যাট হাতে দারুণ শুরু করে। তবে অভিষিক্ত রেহানের দুর্দান্ত বোলিংয়ের পরই বদলে যায় করাচি টেস্টের গতিপথ। 

টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে অভিষেকেই ৫ উইকেটের কীর্তি গড়েন এ লেগ স্পিনার। তাঁর ঘূর্ণিতে ৩ উইকেটে ১৬৪ রান থেকে ২১৬ রানেই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় পাকিস্তান। 

চতুর্থ ইনিংসে ১৬৭ রানের লক্ষ্য ইংল্যান্ডের এই ব্যাটিং লাইনআপের সামনে মামুলিই বলতে হবে। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে তৃতীয় দিনেই ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা জেগেছিল। 

দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারেই ২ উইকেটে ১১২ রান তোলার পর আলোকস্বল্পতায় আর খেলা হয়নি। বেন ডাকেট দ্বিতীয় ইনিংসে করেন ৮২ রান। তবে ম্যাচসেরা হয়েছেন হ্যারি ব্রুক। আর ৫ ইনিংসে ৪৬৮ রান করে তিনিই হয়েছেন সিরিজ–সেরা।

‘ইংল্যান্ড এখন নিজেদের সময়টা উপভোগ করছে। পাকিস্তানকে দেখিয়ে দিচ্ছে, তারা আমাদের চেয়ে কতটা এগিয়ে আছে’—গতকাল টুইটে এ কখা বলেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। কথাটা বোধ হয় মন্দ বলেননি শোয়েব। পুরো সিরিজেই ইংল্যান্ড শুধু তাদের সময়টা উপভোগই করে গেছে।

৩ ম্যাচের টেস্ট সিরিজে রান তুলেছে ওভারপ্রতি ৫.৫০ করে। কোনো সিরিজে ওভারপ্রতি সর্বোচ্চ রান তোলার রেকর্ড এটি। ব্রেন্ডন ম্যাককালামের ‘বাজবল’ কৌশল রপ্ত করার পর এই নিয়ে শেষ ১০ টেস্টের ৯টিতেই জিতল ইংল্যান্ড। অথচ ম্যাককালাম দায়িত্ব নেওয়ার আগে এই দলটাই সর্বশেষ ১৭ টেস্টে জিতেছিল মাত্র ১টিতে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন