বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

গলে বড়সড় বিপর্যয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই ২০২২, ১২:৩৭ অপরাহ্ন

গলে বড়সড় বিপর্যয়ে পাকিস্তান

গল টেস্টের প্রথম দিনে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করে দিয়েছিল পাকিস্তান। বাবর আজমদের সামনে সুযোগ ছিল ম্যাচের চালকের আসনে বসার। কিন্তু ২ উইকেট হারিয়ে ২৪ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান। আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে পাকিস্তান পড়েছে চরম বিপর্যয়ে।

প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ৮৫ রান। ২৮ রানে ব্যাট করছেন অধিনায়ক বাবর আজম। তাঁর সঙ্গী ইয়াসির শাহ এখনো রানের খাতা খুলতে পারেননি। লঙ্কানদের চেয়ে এখনও ১৩৭ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান, হাতে আছে মাত্র তিনটি উইকেট।

পাকিস্তানের ইনিংসে ধস নামিয়েছেন বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া। এরই মধ্যে পাঁচ উইকেট শিকার করে ফেলেছেন তিনি। এছাড়া কাসুন রাজিথা ও রমেশ মেন্ডিস একটি করে উইকেট নিয়েছেন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন