গ্লোবাল টি-২০ লিগের মাঝপথেই কানাডা ছাড়লেন সাকিব

দেশ স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন

গ্লোবাল টি-২০ লিগের মাঝপথেই কানাডা ছাড়লেন সাকিব

গ্লোবাল টি-২০ লিগে ব্যাট ও বল হাতে দুর্দান্ত সময় কেটেছে সাকিব আল হাসানের। কানাডার লিগটিতে ৪ ম্যাচে ব্যাট হাতে ১০৬ রান ও বোলিংয়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। তবে টুর্নামেন্টের মাঝপথেই কানাডা ছাড়ছেন টাইগারদের টি-২০ দলপতি।

মূলত লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতেই কানাডা থেকে শ্রীলংকায় পাড়ি দিচ্ছেন সাকিব। এ আসরে গল টাইটান্সের জার্সিতে মাঠ মাতাবেন এ তারকা ক্রিকেটার।

রোববার রাত ৮টায় এলপিএলের চলতি আসরের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্স।

সোমবার বিকেল সাড়ে ৩টায় সাকিব আল হাসানের দল গল টাইটান্সের খেলা রয়েছে। সেই ম্যাচেই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সাকিব।

কানাডায় মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে পরপর তিন ম্যাচে জয় পেয়েছেন সাকিব। ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করে দলের জয়ের পেছনে ভূমিকা রেখেছেন তিনি। মন্ট্রিয়েলের চতুর্থ ম্যাচটিতে সাকিব আলো ছড়ালেও দলীয় ব্যর্থতায় হার দেখতে হয়েছে।

সাকিব কানাডা ছাড়লেও সেখানে নতুন করে যোগ দেয়ার পথে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব। সারে জাগুয়ার্সে ডাক পেয়েছেন আফিফ।

টুর্নামেন্টটিতে খেলার জন্য বিসিবির কাছ থেকে এরইমধ্যে অনাপত্তিপত্র পেয়েছেন আফিফ। আজই কানাডার উদ্দেশে তার উড়াল দেওয়ার কথা রয়েছে। এ বছর গ্লোবাল টি-২০ লিগ শুরু হয়েছে ২০ জুলাই থেকে। চলবে ৬ আগস্ট পর্যন্ত।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন