শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে শেখ কামাল কাপ বিভাগীয় হ্যান্ডবল শুরু সোমবারে

ক্রীড়া প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২২, ০৬:৪১ অপরাহ্ন

চট্টগ্রামে শেখ কামাল কাপ বিভাগীয় হ্যান্ডবল শুরু সোমবারে

সাত দলের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হচ্ছে শেখ কামাল কাপ বিভাগীয় হ্যান্ডবল প্রতিযোগিতা। 

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও পোলার আইসক্রিমের পৃষ্ঠপোষকতায় সোমবার (১৭ অক্টোবর) এর উদ্বোধন করা হবে।

সোমবার বিকাল ৪ টায় সাগরিকাস্থ চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে তিনদিনব্যাপী প্রতিযোগীতার  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফ উদ্দিন। 

এবারের প্রতিযোগিতায় ২ গ্রুপে ৭টি দল অংশ নিচ্ছে।

রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারন সম্পাদক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর প্রতিযোগীর এসব তথ্য জানান।

তিনি জানান, অংশগ্রহনকারী দল গুলো হচ্ছে  এ গ্রুপ - বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বি গ্রুপ চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও চাদপুর।

সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদশ সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তাহেরুল আলম চৌধুরী স্বপন ও প্রতিযোগিতা কমিটির আহবায়ক আসলাম মোর্শেদ।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন