দেশ স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২২, ০৪:৩০ অপরাহ্ন
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে জানুয়ারিতে। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে আসরের দিনক্ষণ। দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের জমকালো এই আসর শুরুর আগে দল গুছিয়ে নিচ্ছে সবাই। এ আসরে খেলতে আসবেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম।
বিপিএল মাঠে গড়াতে এখনো দুই মাস দেরি। এর আগেই জানা গেছে, বিপিএলে খেলার জন্য সবশেষ বিদেশী ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন মোহাম্মদ ওয়াসিম। সাকিব আল হাসানের ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি।
বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে ওয়াসিমের খেলতে আসার বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। সেখানে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, আমরা এই সিজনে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে আমাদের সপ্তম চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ঘোষণা দিতে পেরে আনন্দিত।
এর আগে গত সোমবার পাকিস্তানি আরেক ক্রিকেটার ইফতিখার আহমেদের নাম ঘোষণা করে ফরচুন বরিশাল। এর পাশাপাশি নাজিবুল্লাহ জাদরান, করিম জানাতকেও দলে ভিড়িয়েছে গেল আসরের ফাইনালিস্টরা। এছাড়া বরিশালের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন টি-২০র বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।