দুই দফায় বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। প্রথম ধাপে ঢাকায় শুধুমাত্র একটি টেস্ট খেলেই আফগানিস্তান পাড়ি জমাবে ভারতে। সেখানে ভারতের সাথে সিরিজ করে আবার বাংলাদেশে আসবে তারা। তবে এবার আর ঢাকা নয়, চট্টগ্রামে। কেননা, আফগানদের সাথে সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
বুধবার (১৭ মে) আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১০ জুন বাংলাদেশে সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। এরপর ১৪ জুন থেকে শুরু একমাত্র টেস্ট ম্যাচ। সাদা পোশাকে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও, ব্যস্ত সূচির কারণে সেটি একটিতে কমিয়ে আনার কথা আগেই বিসিবি জানিয়েছিল।
টেস্ট শেষ হওয়ার পরপরই বাংলাদেশকে অপেক্ষায় রেখে রশিদ খানের দল সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে। ১৯ জুন তাদের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। দেশ দুটির সিরিজ শেষ হলে, ১ জুলাই তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আফগানিস্তান দ্বিতীয় দফায় বাংলাদেশের বিমান ধরবে।
সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৫, ৮ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে দু’দল মুখোমুখি হবে।