মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বাংলা টাইগার্সের সাথে যুক্ত হলো পারিম্যাচ নিউজ

টি-টেন

ক্রীড়া প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২২, ১১:১৬ পূর্বাহ্ন

বাংলা টাইগার্সের সাথে যুক্ত হলো পারিম্যাচ নিউজ

মরুর বুকে লাল-সবুজের পতাকা উড়াচ্ছে চট্টগ্রামের সফল ক্রীড়া সংগঠক ইয়াসিন চৌধুরীর মালিকানাধীন বাংলা টাইগার্স। নভেম্বরের শেষ সপ্তাহে আবুধাবীতে শুরু হওয়া টি-টেন লিগের এবারের আসরে আইকস খেলোয়াড় হিসেবে ইতোমধ্যে সাকিব আল হাসানকে নিশ্চিত করেছে তারা। সাথে দলে ভিড়িয়েছে মোহাম্মদ আমির, এভিন লুইস, কলিন মনরো, হজরতুল্লাহ জাজাই এর মতো তারকা ক্রিকেটারদের। এবার তাদের সাথে যুক্ত হলো পারিম্যাচ নিউজ।

আগামী এক বছর বাংলা টাইগার্সের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে পারিম্যাচ নিউজ। ২ নভেম্বর দু’পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর শেষে বাংলা টাইগার্সের মালিক ইয়াছিন চৌধুরী জানান, ‘পারিম্যাচ নিউজ বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপ এবং লাতিন আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করার চেষ্টা করছে। তাদেরকে আমরা বাংলা টাইগার্সের সাথে পেয়ে সম্মানিত বোধ করছি।’

অন্যদিকে পারিম্যাচ স্পোর্টসের প্রধান নির্বাহী অফিসার দিমিত্রি বেলিয়ানিন বলেন, ‘টি-টেন ক্রিকেট এখন বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। আমরা চেয়েছিলাম কোন একটি দলের সাথে যুক্ত হতে। আর সে হিসেবে আমরা বাংলা টাইগার্সকে বেছে নিয়েছি। কারণ দলটিতে অনেক তারকা ক্রিকেটার রয়েছে। আমরা দলটির সাফল্য কামনা করি।’

নভেম্বরের ২৩ তারিখ আবুধাবীতে মাঠে গড়াবে টি-টেনের এবারের আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলা টাইগার্স। তাদের প্রতিপক্ষ নিউইয়র্ক স্ট্রাইকার্স। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন