বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ট্রিপল সেঞ্চুরি করেছেন বিকেএসপি দলের রিফাত বেগ। তিনি হচ্ছেন বয়সভিত্তিক ক্রিকেটে দেশের প্রথম ক্রিকেটার যিনি ব্যাট হাতে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন।
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে প্রতিযোগিতার সেমিফাইনালে ঢাকা মেট্রো'র বিপক্ষে ৬৫০ মিনিট ব্যাট করে ৪৮৩ বলে ২৯ চার ও ৪ ছয়ে ৩২০ রান করে অপরাজিত থাকেন বিকেএসপির এই ওপেনার।
৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার চারদিনের সেমিফাইনালে ঢাকা মেট্রো টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৪৩ রানে গুটিয়ে যায়। জবাবে বিকেএসপি নিজেদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে রিফাত ব্যাগের অপরাজিত ৩২০ রানের সুবাদে ৫৪৯ রানের পাহাড়সম রান করে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বিকেএসপির রিফাত বেগ ছাড়া অন্য কোন ব্যাটার অর্ধশতকেরও দেখা পাননি।
রিফাত ব্যাগ এর আগে দ্বিতীয় রাউন্ডে সিলেট বিভাগের বিপক্ষে জোড়া ফিফটি (১৭৬ বলে ৮৫ রান এবং ৬৬ বলে ৭৬ রান) করেছিলেন।