বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

রাইজিং স্টার ক্লাবের ক্রিকেট কমিটি গঠন

ক্রীড়া প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

রাইজিং স্টার ক্লাবের ক্রিকেট কমিটি গঠন

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় আয়োজিত ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নেয়া ঐতিহ্যবাহী রাইজিং স্টার ক্লাবের ক্রিকেট কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি রাইজিং স্টার ক্লাবের সভাপতি বিজয় কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় ক্লাব কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিজেকেএস কাউন্সিলর, তরুণ উদ্যোক্তা ও সাবেক ক্রিকেটার মো. সাহেদ সাকিকে চেয়ারম্যান, অ্যাডভোকেট কাইছার পারভেস ও সাবেক ক্রিকেটার রাজীব মোস্তাফাকে কো-চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক মো. ওয়াজীকে সম্পাদক ও সাবেক ক্রিকেটার গৌতম হাজারীকে ম্যানেজার করে ক্রিকেট কমিটি গঠন করা হয়।

ক্রিকেট সংগঠক আদিল আহমেদকে টিম কোর্ডিনেটর এবং নজরুল ইসলাম রবিনকে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ নোমান আল মাহমুদ, ক্লাব পরিচালক সাধন চন্দ্র দুবে, জাহেদুল হক, সাহীদুর রহমান, এমদাদুল ইসলাম আব্বাস, কাবেদুর রহমান কচি প্রমুখ।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন