গোলশূন্য ম্যাচ তখন অতিরিক্ত সময়ে; ম্যাচে তখন বিরতি। মাঠের এক পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পর্তুগালের খেলোয়াড়েরা। ক্রিস্টিয়ানো রোনালদো সেখানে শিশুর মতো কাঁদছিলেন।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে খেলার শেষ মিনিটে (১০৫) পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। ইতিহাসের প্রথম খেলোয়া[ড় হিসেবে শীর্ষ পর্যায়ের ফুটবলে পেনাল্টিতে দেড় শ গোলের মাইলফলক ছোঁয়া, সর্বশেষ ১৩ পেনাল্টিতেই গোল করা রোনালদো আজ সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি। স্লোভেনিয়া গোলকিপার ইয়ান ওবলাক কি না বাজপাখির মতো ছোঁ মেরে বলটা ঠেকিয়ে দিলেন!
অতিরিক্ত সময়ের তখন ১১৫ মিনিট। পর্তুগালের রক্ষণে বিরাট ভুল করে বসলেন পেপে। এবার ইউরোয় সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়া ৪১ বছর বয়সী পেপে পাস ধরে পায়ে রাখতে পারেননি। পেয়ে যান স্লোভেনিয়া ফরোয়ার্ড বেঞ্জামিন সেসকো। বল নিয়ে টান দিতেই সামনে পর্তুগাল গোলকিপার ডিওগো কস্তা। বাঁ পা-টা বাড়িয়ে সেসকোর শট রুখে কস্তা সে যাত্রায় পর্তুগালের বিদায়ও ঠেকালেন। ফুটবলের বড় প্রতিযোগিতায় প্রথম নকআউটে ওঠা স্লোভেনিয়া এই সুযোগটা নষ্ট করে পরে কপাল চাপড়েছে।
কারণ সেই কস্তাই। টাইব্রেকারে টানা তিনটি শট ঠেকিয়েছেন পর্তুগিজ ‘অতিমানব’!
কস্তার অসাধারণ দৃঢ়তায় ইউরোপিয়ান চ্যাম্পিনশিপের কোয়ার্টার ফাইনালে উঠল সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল। ফ্রাঙ্কফুর্টে সোমবার রাতে শেষ ষোলোতে ১২০ মিনিটের খেলায় ম্যাচ গোলশূন্য হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে অবিশ্বাস্য দৃঢ়তার পরিচয় দিলেন গোলরক্ষক দিয়োগো কস্তা। স্লোভেনিয়ার নেওয়া তিনটি শটই একে একে ঠেকিয়ে দিয়ে দলকে তুললেন কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে নিজেদের নেওয়া তিন শটেই বল জালে পাঠান রোনালদো, ফের্নান্দেস ও বের্নার্দো সিলভা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে কস্তা তিনটি কিক ঠেকিয়ে দলকে তুললেন কোয়ার্টার ফাইনালে।
শুক্রবার পরের ম্যাচ সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। ২০১৬ আসরের ফাইনালে ফরাসিদের হারিয়েই একমাত্র শিরোপা জিতেছিল পর্তুগিজরা।