রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

সাধারণ সম্পাদক পদে আ জ ম নাছিরের সাথে প্রতিদ্বন্ধিতা করবেন তরুণ জাফির ইয়াসিন

সিজেকেএস নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৩, ০১:২৪ পূর্বাহ্ন

সাধারণ সম্পাদক পদে আ জ ম নাছিরের সাথে প্রতিদ্বন্ধিতা করবেন তরুণ জাফির ইয়াসিন

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক জাফির ইয়াসিন চৌধুরী।  তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আ জ ম নাছির উদ্দীনের সাথে প্রতিদ্বন্ধিতা করার প্রত্যয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফলে, সব ঠিকঠাক থাকলে এবারের সিজেকেএস কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে  জমজমাট প্রতিদ্বন্ধিতা হতে যাচ্ছে। 

শনিবার (১০ নভেম্বর) রাত ৮ টায় মনোনয়নপত্র জমাদান পর্ব শেষ হয়েছে। তাতে সবার ধারণা ছিল সিজেকেএসে গত তিন মৌসুমের 'অপ্রতিদ্বন্ধি' সাধারণ সম্পাদক পদে আ জ ম নাছির উদ্দীন আবারও বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।  কিন্তু সবাইকে চমকে দেন তরুন নবাগত কাউন্সিলর জাফির ইয়াসিন চৌধুরী। 

আবুধাবি টি-টেন লিগে চমক দেখানো বাংলা টাইগার্সের সিইও জাফির ইয়াসিন বলেন, 'আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। আমি যদি নির্বাচিত হই তাহলে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে দেশের রুল মডেল হিসেবে দাঁড় করাবো।'

তিনি আরও বলেন, 'এক সময় বাংলাদেশ জাতীয় দলে চট্টগ্রামের খেলোয়াড়দের ছিল আধিপত্য।  এখন দূরবীন দিয়েও কোন খেলোয়াড় খোঁজে পাওয়া যায় না। আবারও জাতীয় দলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব বাড়াতে সবাইকে নিয়ে কাজ করে যাব।'

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দেখা যাচ্ছে 
এবার শুধুমাত্র সংরক্ষিত মহিলা সদস্য পদে কোন নির্বাচনের প্রয়োজন পড়ছে না। রেখা আলম চৌধুরী ও রেজিয়া বেগম ছবি গতবারের মত বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। 

এ ছাড়া বাকি সব পদেই নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণ সম্পাদক পদের পাশাপাশি কোষাধ্যক্ষ পদে গত ৪ সেশনের কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীরের প্রতিদ্বন্ধী এবার আ ন ম ওয়াহিদ দুলাল।  

সহ-সভাপতির ৪টি পদের জন্য ফরম জমা দিয়েছেন ১১ জন। তারা হলেন, তাহের উল আলম চৌধুরী (স্বপন), অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, এস এম শহীদুল ইসলাম, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), সৈয়দ আবুল বশর, মকসুদুর রহমান বুলবুল, মো. শাহজাদা আলম, আলহাজ আবুল হাসেম (বীর মুক্তিযোদ্ধা), মফিজুর রহমান, মো. হাফিজুর রহমান ও দিদারুল আলম চৌধুরী। 

অতিরিক্ত সাধারণ সম্পাদক পদটির বিপরীতে ফরম জমা পড়েছে ৫টি। সেগুলো হলো- এস এম শহীদুল ইসলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ও সৈয়দ সাহাবউদ্দিন (শামীম)।  

যুগ্ম সম্পাদক এর ২টি পদের জন্য প্রার্থী ১০ জন। তারা হলেন, এ এস এম ইকবাল মোরশেদ, মোহাম্মদ আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. মশিউর রহমান চৌধুরী, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মোহা. শাহজাহান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, আ ন ম ওয়াহিদ দুলাল, হাসান মুরাদ বিপ্লব ও মোহাম্মদ ইউসুফ। 

নির্বাহী সদস্যের ১৩টি পদের জন্য মনোনয়ন ফরম জমা পড়েছে ৩৮টি। সেগুলো হলো- প্রবীন কুমার ঘোষ, সাইফুল আলম খাঁন, সৈয়দ মোহাম্মদ তানসীর, এ এস এম ইকবাল মোরশেদ, আকতারুজ্জামান, মো. আলমগীর পারভেজ, মো. দিদারুল আলম, অনুপ বিশ্বাস, মো. হারুন আল রশীদ, এ এস এম সাইফুদ্দীন চৌধুরী, সাহেলা আবেদীন (রিমা), ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মো. মোমিনুল হক, সিরাজুল আলম, শওকত হোছাইন, মো. রাশেদুর রহমান, নাসির মিঞা, রায়হান উদ্দিন রুবেল, জহির আহমেদ চৌধুরী, মোহা: শাহজাহান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ হাসান মুরাদ, সাইফুল্লাহ চৌধুরী, এইচ এম সোহেল, মো. মুজিবুর রহমান, এ.কে.এম আবদুল হান্নান (আকবর), গোলাম মহিউদ্দিন হাসান, কল্লোল দাশ, দিদারুল আলম মাসুম, সুমন দে, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী (মনি), মো. এনামুল হক, হাসান মুরাদ বিপ্লব, মো. শাহজাদা আলম, এম.এ মুছা বাবলু, আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ ইউসুফ ও অহীদ সিরাজ চৌধুরী স্বপন। 

সংরক্ষিত উপজেলা ক্রীড়া সংস্থার ২টি পদে ৩ জন প্রার্থী মো. জাফর ইকবাল, মো. জাহিদুল ইসলাম ও প্রদীপ কুমার ভট্টাচার্য্য। 

রোববার (১১ নভেম্বর) মনোনয়ন পত্রগুলো যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন