স্কুল ও মাদ্রাসা সমমান প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চট্টগ্রাম জেলা পর্যায়ে হ্যান্ডবলের বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। অন্যদিকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) এই ক্রীড়া প্রতিযোগিতার চট্টগ্রাম জেলা পর্যায়ে হ্যান্ডবল বালক ও বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই হ্যান্ডবল প্রতিযোগিতায় বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন হয় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। অন্যদিকে বালকদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ।
খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. সামছুল আলম ছিদ্দীকি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান।