রবিচন্দ্রন অশ্বিন এতটাই বাইরে ছিলেন, ধীরেসুস্থে বলটা হাতে নিয়ে স্টাম্প ভেঙে দিলেও রানআউট হয়ে যেতেন। কিন্তু সেই চেষ্টাই করলেন না ক্যারিবীয় পেসার ম্যাকয় ওবেদ। বল নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন, যেন সুযোগ করে দিলেন অশ্বিনকে রানআউট থেকে বাঁচার।
শুক্রবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এমন কাণ্ড ঘটিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ওবেদ। যে ম্যাচে ভারত জিতেছে ৬৮ রানের বড় ব্যবধানে।
ভারতীয় ইনিংসের ১৭.৩ ওভারে ঘটে এমন অবাক করা ঘটনা। দিনেশ কার্তিক লংয়ে শট খেলেই রান নিতে দৌড়ান। কার্তিক দুই রানের ডাক দিলে তাতে সাড়া দেন অশ্বিন।
তবে শরীর ছুঁড়েও তার পক্ষে যথাসময়ে ক্রিজে পৌঁছানো সম্ভব ছিল না। কিন্তু ওবেদ বল হাতে পেয়েও স্ট্যাম্পের সামনে বোকার মতো দাঁড়িয়ে থাকেন। আউট করেন না অশ্বিনকে।
অশ্বিন শেষ পর্যন্ত ১০ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। ১টি ছক্কাও হাঁকান। ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯০ রানের বড়সড় সংগ্রহ গড়ে তোলে। জবাবে ৮ উইকেটে ১২২ রানের বেশি যেতে পারেনি ক্যারিবীয়রা।