শনিবার, ১২ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে প্রথম ও দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগ আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক

০২ জুলাই ২০২২, ১০:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে প্রথম ও দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগ আজ শুরু

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ভিশন শিপিংয়ের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস ভিশন শিপিং ১ম বিভাগ ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগ শনিবার বিকাল ৪ টায় এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে।

সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি থেকে লিগের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ সালাহ উদ্দিন। ১ম বিভাগ লিগে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে।

২য় বিভাগ হ্যান্ডবল লিগ ৪ জুলাই শুরু হবে। লিগে মোট ১৫টি দল অংশগ্রহণ করছে। ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লীগের বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট দুই লক্ষ এগার হাজার দুইশ টাকা।

সিজেকেএস ভিশন শিপিং ১ম বিভাগ ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগ শুরুর প্রাক্কালে গতকাল সিজেকেএস কন্ফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক সাবেক নির্বাহী সদস্য আছলাম মোরশেদ। সিজেকেএস হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশর এর সভাপতিত্বে এ সময় স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন ভিশন শিপিং এর ম্যানেজিং পার্টনার মো: সালাউদ্দীন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস ফুটবল সম্পদক (ভারপ্রাপ্ত) মো: আক্তারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, লুৎফুল করিম সোহেল, সিজেকেএস হ্যান্ডবল কমিটির সদস্য জাহেদুল আমিন তারেক প্রমুখ।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন