শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ওয়েস্ট ইন্ডিজে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই ২০২২, ০৫:২২ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি সময় লাগিয়ে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্লো ওভার রেটের এই অপরাধে আইসিসির পক্ষ থেকে দলের ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ ভাগ জরিমানা করা হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই জরিমানার অর্থ নির্ধারণ করেন। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শাস্তি মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।

আইসিসির খেলোয়াড় আচরণবিধির আর্টিকেল নাম্বার ২.২২ এ বলা আছে কোনো দল নির্ধারিত সময়ের চেয়ে বোলিংয়ে বেশি ব্যায় করলে শাস্তির মুখোমুখি হতে হবে। সে ক্ষেত্রে প্রতি ওভার স্লো করার ফলে ম্যাচ ফির ২০ ভাগ করে জরিমানার অর্থ গুনতে হবে।

বাংলাদেশ ১ ওভার বেশি সময় লাগিয়ে ফেলেছিল। যে কারণে ম্যাচ ফি’র ২০ ভাগ জরিমানার মুখোমুখি হয় তারা। অন ফিল্ড আম্পায়ার লেসলি রেইফার জুনিয়র, নাইজেল ডুগুইড, থার্ড আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট এবং চতুর্থ আম্পায়ার প্যাটট্রিক গুস্টার্ড বাংলাদেশ দলের বিপক্ষে স্লো ওভার রেটের অভিযোগটি এনেছিলেন।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন