শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সিরিজ হার থেকে বাঁচতে বাংলাদেশ একাদশে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

০৭ জুলাই ২০২২, ১১:০৯ পূর্বাহ্ন

সিরিজ হার থেকে বাঁচতে বাংলাদেশ একাদশে পরিবর্তন

উইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ০-২ ব্যবধানে হারের পর এবার টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। যেখানে ৩ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে পরাজয় টাইগারদের। সিরিজ বাঁচাতে তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে।

গায়নায় বৃহস্পতিবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এ ম্যাচের আগের একাদশ থেকে পরিবর্তনের ইঙ্গিত দিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ টি-টোয়েন্টিতে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মলনে বুধবার সে কথাই জানালেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ বলছিলেন, ‘পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই আছে। প্রথম ম্যাচের আগে টানা ২ দিন বৃষ্টি ছিল। আমরা ভেবেছিলাম গ্রিপ করবে, তবে উইকেট খুব ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে নাসুমের জায়গায় তাসকিনকে নিয়েছিলাম। হয়ত নাসুম একাদশে ফিরবে। তবে নির্ভর করছে উইকেটের ওপর।’

গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের মতো। স্পিনাররা সহায়তা পেয়ে থাকেন। পরিসংখ্যানও স্পিনারদের হয়ে কথা বলছে। সে হিসেবে তিন পেসারের পরিবর্তনে দুই পেসার খেলানোর ভাবনা বাংলাদেশ দলের। সেক্ষেত্রে তাসকিন আহমেদকে একাদশের বাইরে দেখা যেতে পারে। তবে সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। এদিন বৃষ্টির চোখ রাঙানিতে ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কাও যে আছে।

মাহমুদউল্লাহ বলছিলেন, ‘হ্যাঁ আমি এখানে সর্বশেষ (২০১৮ সালে) যখন খেলেছি উইকেট ধীর ছিল, গ্রিপ করেছে। আজকের উইকেট দেখেও মনে হচ্ছে শুকনো। ম্যাচের দিন উইকেট কেমন থাকে, আকাশের অবস্থা কেমন থাকে এসব মাথায় রেখে দল সাজাতে হবে।’

বৃষ্টি আর নিজেদের প্রস্তুতি নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘বৃষ্টি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেওয়ার চেষ্টা করব। সবসময় ইতিবাচক চিন্তা করব যে পুরো ম্যাচ হবে। না হলে মানিয়ে থাকতে হবে কার্টেল ওভারের জন্য। আমরা পুরো ম্যাচ খেলার মানসিকতা রাখব।’


সর্বশেষ

উপরে নিয়ে চলুন