চট্টগ্রামে প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে সোমবার

ক্রীড়া প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রামে প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে সোমবার

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল

১০টি দল নিয়ে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন যৌথভাবে এ লিগের আয়োজন করছে। লিগে পৃষ্ঠপোষকতা করছে জিপিএইচ ইস্পাত লি.।

সোমবার বিকাল সাড়ে ৩ টায় এম এ আজিজ ষ্টেডিয়ামে লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। লিগের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল। 

উদ্বোধনী খেলায় অংশ নেবে গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন এবং নবাগত শতদল ক্লাব। এবারের লিগের সব ক’টি খেলা এন. স্পোর্টস এর মাধ্যমে সরাসরি ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে। 

প্রিমিয়ার লিগ শুরু উপলক্ষে শনিবার সিজেকেএস কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। 

তিনি জানান, ‘এবারের প্রিমিয়ার ফুটবল লিগে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দলসমূহ হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, মাদারবাড়ী উদয়ন সংঘ, চবক ক্রীড়া সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ, বিসিআইসি ক্রীড়া সংসদ, কাস্টমস এসসি ও শতদল ক্লাব।’

ওয়াহিদ দুলাল আরও জানান, ‘সরাসরি লিগ পদ্ধতিতে খেলাসমূহ অনুষ্ঠিত হবে। সর্বমোট ৪৫টি খেলা অনুষ্ঠিত হবে। এ লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে ৮ লক্ষ ৮৫ হাজার টাকা। গতবারের মত এবারের লিগও স্পন্সর করছে জিপিএইচ ইস্পাত লি.। এবারের লিগে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার প্রদান করা হবে। আগের মতো ক্রেস্ট প্রদানের সাথে এবার সেরা খেলোয়াড়কে এক হাজার টাকা অর্থ পুরস্কারও দেয়া হবে। সাবেক কৃতি ফুটবলার পান্না নন্দী লাল এবং নন্দী রামলাল লাতু তাদের পিতা হরেন্দ্র লাল নন্দীর নামে এ অর্থ প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি এসএম শহীদুল ইসলাম এবং সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিডিএফএ সহসভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, মো. হারুন আল রশীদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, সিজেকেএস ফুটবল কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মো. আক্তারুজ্জামান, মাহমুদুর রহমান মাহবুব, মকসুদুর রহমান বুলবুল, লোকমান হাকিম মো. ইব্রাহিম, মো. আবু জাহেদ, মো. জাহেদ হোসেন, এমএ মুসা বাবুল, সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত প্রমুখ।

এএইচ


সর্বশেষ

উপরে নিয়ে চলুন