শনিবার, ১২ অক্টোবর ২০২৪

সিকো কর্পোরেট কাপের ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন সিকো গ্রুপ

ক্রীড়া প্রতিবেদক

০২ মার্চ ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

সিকো কর্পোরেট কাপের ক্রিকেট ফাইনালে চ্যাম্পিয়ন সিকো গ্রুপ

জমজমাট লড়াইয়ে সিকো কর্পোরেট কাপের ফাইনাল অনুষ্ঠিত। সিকো গ্রুপ এবং বিএস গ্রুপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে  ম্যাচের ফলাফল আসে সিকো গ্রুপের পক্ষে। সিকো গ্রুপ ১ রানে জয় পায়।  

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় বিএস গ্রুপ। এরপর জুটি গড়ার চেষ্টায়ও ব্যর্থ হন বিএস গ্রুপের ব্যাটাররা। খুব দ্রুত আরও তিনটি উইকেট পড়ে যায়। শেষ দিকে জিসুন - তৌহিদ জুটি গড়লেও জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিএস গ্রুপ। বিএস গ্রুপের ইনিংস থামে ১৩০ রানে। সিকো গ্রুপ ১ রানে জয় পায়। 

এর আগে শনিবার (২ মার্চ) টসে জিতে ফিল্ডিংয়ে যায় বিএস গ্রুপ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও দলীয় ৪৬ রানে দুই উইকেট হারায় সিকো গ্রুপ। নতুন করে সামিনকে নিয়ে জুটি গড়েন ওপেনার আবির। এই জুটিতে দলীয় রান ৯১ রানে গড়ায়। এরপর সামিন ফিরলে এই জুটি ভাঙে। 

আবারও আরিফ-আবির জুটি দায়িত্ব কাঁধে তুলে নিলেও এই জুটিও ভেঙে যায়। শেষ দিকে সাজিদকে নিয়ে ইনিংস শেষ করেন আবির। অপরাজিত ৭৬ রান করে মাঠ ছাড়েন তিনি। সিকো গ্রুপ ৪ উইকেট হারিয়ে ১৩১ রানের সংগ্রহ পায়। 


স্কোরকার্ড: 

সিকো গ্রুপ: ১৩১/৪ (৮ ওভার), আবির ৭৬(২৪), সামিন ১২(১০); জিসুন ২/৩৫

বিএস গ্রুপ: ১৩০/৪(৮ ওভার), সামিন ৩২(১৪), জিসুন ৪০(১৩); সাজিদ ২/৩১

ম্যান অব দ্য ফাইনাল: আবির

ম্যান অব দ্য টুর্নামেন্ট: আবির (সিকো গ্রুপ)


সর্বশেষ

উপরে নিয়ে চলুন