প্রথমবার আফ্রিকা গিয়ে লাল সবুজের পতাকা উড়িয়ে শিরোপা হাতে উল্লাসে মেতেছিল চট্টগ্রামের ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর বাংলা টাইগার্স। জিম আফ্রো টি-টেনে তারা অংশ নিয়েছিল বাংলা টাইগার্স জোবার্গ নামে। জিম আফ্রো টি-টেনের দ্বিতীয় আসরে প্রথমবারের মতো অংশ নেয় বাংলা টাইগার্স। প্রথমবারেই তারা উঠে যায় ফাইনালে এবং সেখানে কেপ টাউন স্যাম্প আর্মিকে ৫ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে বাংলা টাইগার্স জোবার্গ।
বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের পতাকা বহনকারী বাংলা টাইগার্স এবার পতাকা উড়াতে যাচ্ছে শ্রীলঙ্কায়। প্রথমবারের মতো মাঠে গড়াতে যাওয়া লঙ্কা টি-টেনে শক্তিশালী দলই গড়েছে বাংলা টাইগার্স হাম্বানটোটা। দলে ভিড়িয়েছেন বাংলাদেশের অন্যতম হার্ড হিটার ব্যাটার সৌম্য সরকারকে। বাঁহাতি এই ওপেনার পেস বোলিংয়ে পার্ট টাইমার হিসেবেও মন্দ নন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে সৌম্যর অভিজ্ঞতা কাজে লাগবে বাংলা টাইগার্স হাম্বান্টোটার।
১০ নভেম্বর দুপুরে শুরু হয় লঙ্কা টি-টেনের প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশি কাউকে ড্রাফট থেকে দল পেতে দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। হাম্বানটোটা বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের টেবিল থেকে বাংলাদেশের তারকা ওপেনার সৌম্য সরকারকে দলে ভেড়ায়। বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি 'সি' তে থাকা সৌম্যকে তারা কিনে নেয় ভিত্তিমূল্যে। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম কোনো বিদেশি লিগ মাতাতে যাবেন সৌম্য।
হাম্বানটোটা দলে সৌম্য সরকার সতীর্থ হিসেবে পাবেন দাসুন শানাকা, ইফতিখার আহমেদ, হযরতউল্লাহ জাজাই, কুশল পেরেরা, মোহাম্মদ শাহজাদকে। দলে আরও রয়েছেন ইসুরু উদানা, করিম জানাত, দাশমান্ত চামিরা, রিচার্ড গ্লিসন, থারিনডো রত্নায়েকে, নিশান পেইরিস, ধনাঞ্জয়া লক্ষ্মণ, শেভন দানিয়েল, ব্রায়ান বেনেট, বিজয়াকান্ত, শন ও গোমেজ।
সৌম্যর আগে এই টুর্নামেন্টে নাম লেখানো সাকিব আল হাসানকে এবার পাচ্ছে না বাংলা টাইগার্স। তাকে ডিরেক্ট সাইনিংয়ে সবার আগে দলে নেয় গল মারভেলস। যদিও আবুধাবি টি-টেনে এবারও সাকিব বাংলা টাইগার্সের হয়েই খেলবেন। তবে লঙ্কা টি-টেন লিগে এসে হয়ে যাবেন সেই বাংলাদেশি দলটিরই প্রতিপক্ষ।
টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্টের উদ্যোগে লঙ্কা টি-টেন মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে। এতে ৬টি দল অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলা টাইগার্স হাম্বান্টোটা ও গল মারভেলস ছাড়াও বাকি দলগুলো হলো- কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি বোল্টস, জাফনা টাইটান্স ও ডাম্বুলা জাগুয়ার্স ব্রেভস। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে লড়াইয়ের পর নির্ধারিত হবে প্লে-অফ খেলবে কারা।