আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে মাঠে নামার আগে দলের শক্তি আরও বাড়ালো বাংলা টাইগার্স। পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যান ইফতেখার আহমেদ যোগ দিচ্ছেন দলের সাথে। সব ঠিক থাকলে নভেম্বরের ২৩ তারিখ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে দেখা যাবে ইফতেখারকে।
চট্টগ্রামের অন্যতম সেরা ক্রীড়া সংগঠক এফএমসি গ্রুপের কর্ণধার ইয়াসিন চৌধুরীর মালিকানাধীন বাংলা টাইগার্স দলে এই মৌসুমের জন্য আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের নাম আগেই ঘোষণা করেছে। একইসাথে অধিনায়কের গুরুদায়িত্বও সামলাবেন সাকিব। তাঁর সাথে স্বদেশী হিসেবে রয়েছেন নুরুল হাসান সোহান এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।
এছাড়া পাকিস্তানে মোহাম্মদ আমির, ভারতের শ্রীশান্ত, শ্রীলঙ্কার মাথিশা, ইংল্যান্ডের জ্যাক বেল, লুইস গ্রেগরি, জয় ক্লার্ক, বেনিওয়েল, জ্যাক লিন্টট, আফগানিস্তানের হযরুতুল্লাহ জাজাই, ওয়েস্ট ইন্ডিজের ইভেন লুইস, আমিরাতের শেরাক সিউরি, উমাইর আলী, রোহান মোস্তফা, ইয়াসির কলীম, অস্ট্রেলিয়ার বেন কাটিং, নিউজিল্যান্ডের কলিন মনরু বাংলা টাইগার্সের হয়ে এবারের আসরে দেখা যাবে।
বাংলা টাইগার্সে এবারে প্রধান কোচের দায়িত্ব রয়েছেন সাবেক বাংলাদেশ দলের ক্রিকেটার চট্টগ্রামের সন্তান আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। দলটির সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু।
ইতোমধ্যে দলের কোচিং স্টাফসহ খেলোয়াড়গণ পাড়ি জমিয়েছেন মরুরবুকে।