বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

দুর্দান্ত কামব্যাক করে উইম্বলডনের সেমিতে জোকোভিচ

দুই সেটে পিছিয়ে পড়েও জয়

স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই ২০২২, ০১:১৬ অপরাহ্ন

দুর্দান্ত কামব্যাক করে উইম্বলডনের সেমিতে জোকোভিচ

করোনার টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি। ফরাসি ওপেনে খেললেও হেরে ছিটকে যেতে হয়েছিল তাকে। চলতি উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেও নোভাক জোকোভিচকে বিদায় নিতে হয় কিনা, সেই শঙ্কায় পড়ে গিয়েছিলেন ভক্তরা।

২০ বছর বয়সী ইতালির টেনিস সেনসেশন জ্যানিক সিনারের কাছে যে প্রথম দুই সেটেই হেরে গিয়েছিলেন জোকার। সেখান থেকে দুরন্ত কামব্যাক। ঘাসের কোর্টে নিজের ক্যারিয়ারের ১১তম বার উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেছেন সার্বিয়ান টেনিস তারকা।

মঙ্গলবার সেন্টার কোর্টে শুরুতেই সবাইকে চমকে দেন জ্যানিক। ইতালির এই উঠতি তারকা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন। প্রথম দুই সেটে এগিয়ে যান ৭-৫, ৬-২ ব্যবধানে।

এরপরের সময়টা শুধুই জোকোভিচের। টানা তিন সেটে জ্যানিককে পাত্তাই দেননি সার্বিয়ান কিংবদন্তি। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াই হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত ৫-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে জিতেছেন জোকোভিচই।

আজ (বুধবার) সেমিফাইনালে জোকোভিচের মুখোমুখি হবেন ব্রিটিশ টেনিস তারকা ক্যামেরন নরি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন