মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপে নতুন রাইফেল নিয়ে যাচ্ছেন শ্যুটাররা

স্পোর্টস ডেস্ক

০৫ জুলাই ২০২২, ০৯:৪৯ অপরাহ্ন

বিশ্বকাপে নতুন রাইফেল নিয়ে যাচ্ছেন শ্যুটাররা

দক্ষিণ কোরিয়ার চেংগুতে শনিবার শুরু হবে শ্যুটিং বিশ্বকাপ। এই টুর্নামেন্টে খেলতে ১১ সদস্যের বাংলাদেশ শ্যুটিং দল আগামীকাল রওনা হচ্ছে।

আজারবাইজানে গত মাসে শ্যুটিং দল কাঙ্খিত মাত্রায় সাফল্য পায়নি। এবার চীনে ভালো করার প্রত্যাশা শ্যুটারদের। কিছুদিন আগে বাংলাদেশের শ্যুটিংয়ে যুক্ত হয়েছে নতুন রাইফেল। আধুনিক ও নতুন রাইফেল দিয়ে শ্যুটাররা অনুশীলন করেছেন।

কোরিয়াগামী দলের শ্যুটাররা হলেন- রাইফেলে নাফিসা তাবাসসুম নাতাশা, সাজিদা হক, কামরুন নাহার কলি, ইউসুফ আলী, রাব্বি হাসান মুন্না, রবিউল ইসলাম ও তামজিদ বিন আলম এবং পিস্তলে শাকিল আহমেদ ও আরদিনা ফেরদৌস। দলের সঙ্গে কোচ হিসেবে ইরানী জায়ের রেজাই ম্যানেজার হিসেবে যাচ্ছেন মোস্তাক ওয়াইজ।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন