ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের তারকা ওপেনার ইমাম-উল-হক।
সামা নিউজকে ইমাম বলেছেন, আমার মনে হয়, আল্লাহ রোহিত শর্মাকে যত প্রতিভা দিয়েছেন, তিনি হয়তো কোহলিকে অত দেননি। আমি দুজনকে ব্যাট করতে দেখেছি। রোহিতের ব্যাটিং দেখে মনে হয় রিপ্লে হচ্ছে। ওর হাতে অনেক সময় থাকে। তার ব্যাটিং দেখেই প্রথমবারের মতো টাইমিং–এর অর্থ বুঝতে পেরেছি।
তিনি আরও বলেন, আমি মূলত পয়েন্টে ফিল্ডিং করি, এ কারণে এটা টের পেয়েছি। বিরাট কোহলি আমার সামনে ব্যাট করেছেন, রোহিত শর্মাও করেছেন, কিন্তু আল্লাহ রোহিতকেই বেশি প্রথিবা দিয়েছেন।
একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। একটু সেট হলেই ভয়ংকর রূপ নিতে পারেন তিনি।
ইমামুল বলেন, উনি এমন এক খেলোয়াড় যে দুই সেকেন্ডে ম্যাচ বদলে দিতে পারেন। যখন সেট হয়ে যান, তখন ইচ্ছেমতো মারতে পারেন। আমার স্বপ্ন। রোহিতের মতো প্রভাববিস্তারী পারফরম্যান্স দেখাব। পাকিস্তানের হয়ে এ ধরনের ক্রিকেট খেলতে পারলে খুব খুশি হব।