সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না সিমন্স-রামদিন

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই ২০২২, ১০:১৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না সিমন্স-রামদিন

দিনেশ রামদিনের পর লেন্ডল সিমন্স। রামদিন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন কাল। এরপর বাংলাদেশ সময় কাল রাতে সিমন্সও একই পথ অনুসরণ করেন।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। ফ্রি এজেন্ট হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যেতে চান সিমন্স।

৩৭ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক রামদিনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যেতে চান। সিমন্সের অবসর নেওয়ার খবরটি জানিয়েছে তাঁর স্পোর্টস এজেন্সি ১২৪নটআউট। এজেন্সির ইনস্টাগ্রাম পোস্টে অবসরের ঘোষণা ছাড়াও বলা হয়, গত শুক্রবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লিউআই) পাঠানো চিঠিতে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন সিমন্স। ১৬ বছরের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৬৮ টি–টোয়েন্টি খেলেছেন সিমন্স। তিন সংস্করণ মিলিয়ে মারকুটে এই ব্যাটসম্যানের রানসংখ্যা ৩৭৬৩।

টেস্টে সেভাবে আলো ছড়াতে না পারলেও সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের চোখে বিপজ্জনক ছিলেন সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা ছিল তাঁর। সেমিফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ৫১ বলে ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে সিমন্সের শেষ ম্যাচ হয়ে রইল। ৩৫ বলে ১৬ রানের সে ইনিংসে অবশ্য সিমন্সকে খুঁজে পাওয়া যায়নি।

সিমন্সকে নিয়ে তাঁর এজেন্সির ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘আপনার এজেন্সি হিসেবে আমরা আপনাকে কুর্ণিশ করছি, রাজা। আপনি তর্কযোগ্যভাবে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অবমূল্যায়িত ক্রিকেটার। এ কারণে আপনার অবসরের ঘোষণা আমরা সরে দাঁড়ানো হিসেবে মেনে নিচ্ছি এবং আমরা ভুল শুধরে নেব।’

নিজের টুইটার অ্যাকাউন্টেও অবসরের বার্তা দিয়েছেন সিমন্স, ‘সব সংস্করণ মিলিয়ে ১৪৪ ম্যাচে ৩৭৬৩ রান করার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের শেষ টানছি। সুযোগটা দেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ।’ ২০০৬ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন সিমন্স।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন