রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

তীরে এসে তরী ডুবল আফগান 'যোদ্ধাদের', ২ রানের জয়ে সুপার ফোরে লঙ্কানরা

দেশ স্পোর্টস ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ অপরাহ্ন

তীরে এসে তরী ডুবল আফগান 'যোদ্ধাদের', ২ রানের জয়ে সুপার ফোরে লঙ্কানরা

আফগানিস্তানকে বড় স্বপ্ন দেখিয়েছিল মোহাম্মদ নবীর ব্যাট

সুপার ফোরে যেতে হলে ৩৭.১ ওভারে করতে হবে ২৯২ রান। সেটাও আবার এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে। আফগানিস্তানের জন্য বলতে গেলে অসম্ভবই ছিল এই ম্যাচ জেতা।

কিন্তু এই আফগানরা যেন হাল ছাড়ার পাত্র নয়। এমন এক কঠিন লক্ষ্যও তারা প্রায় তাড়া করে ফেলেছিল। কিন্তু তীরে এসে তরী ডুবলো হাসমতউল্লাহ শহিদির দলের। ৩৭ ওভার শেষে জিততে ৩ রান দরকার ছিল, অর্থাৎ ১ বলে ৩ নিতে পারলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যেতো।

হলো না। ধনঞ্জয়া ডি সিলভার বলে মুজিব উর রহমান লংঅনে ক্যাচ তুলে দিলে শেষ হয়ে যায় আফগানদের সুপার ফোরের আশা। দুই বল পর শেষ ব্যাটার ফজলহক ফারুকি এলবিডব্লিউ হলে ম্যাচটিও ২ রানে হেরে যায় আফগানিস্তান।

ফলে 'বি' গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে সুপার ফোর নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার।


সর্বশেষ

উপরে নিয়ে চলুন